পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ե, Մ কেন দেখ শৈশব লজীক্ত । থামগো সাগর, থামগো হয়েছ অধীর-প্রাণ ? প্রবাল-অালয়ে সাগর-বালা গাঁথিতেছিল গো মুকুতা-মালা, গাহিতেছিল গো গান, অাধার-অলক কপোলের শোভা করিতেছিল গো পান । কেহবা হরষে নাচিতেছিল হরষে পাগল-পারা, কেশ-পাশ হতে বারিতেছিল নিটোল মুকুতা-ধারা । কেহ মণিময় গুহায় বসিয়া স্বাদু অভিযান ভরে, সাধাসাধি করে প্রণয়ী অাসিয়া একটি কথার তরে । এমন সময়ে শতেক উরমি সহসা মাতিয়ে উঠেছে সুখে, সহসা এমন লেগেছে আঘাত আহা সে বালার কোমল-বুকে ।