পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

औछ। !›ሞ সে বালারা আর আসিবে না, সে মধুর হাসি হাসিবে না, জোছনায় মিশি সে রূপের ছায়া সলিলে তোমার ভাসিবে না, থাম গো সাগর থাম গে৷ হয়েছ অধীর প্রাণ, রাখ এ আমার কথা শোন এ আমার গান ৷ দেখিতে দেখিতে শতেক উরমি সাগর উরসে ঘুমায়ে এল, দেখিতে দেখিতে মেঘের মিলিয়া স্বদূর শিখরে খেলাতে গেল। যে মহা পবন সাগর হৃদয়ে প্রলয় খেলায় আছিল রত, অতি ধীরে ধীরে কপোল আমার চুমিতে লাগিল প্রণয়ী মত। গীত রব মোর দ্বীপের কাননে বহিয়া লইয়া গেল সে ধীরে