পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سیbبیb दैत्रञ्च4 शर्जीउ । “কে গায়” বলিয়া কানন-বালারা থামিতে কহিল পাপিয়াটিরে । বীরেরে তখন লইয়া এলাম অমর দ্বীপের কানন তীরে, কুস্বম শয়নে অচেতন দেহ যতন করিয়া রাখিলু ধীরে । চেতন পাইয়া উঠিল জাগিয়া অবাক্ রহিল চাহি, পৃথিবীর স্মৃতি ঢাকিয় ফেলিনু মায়াময় গীত গাছি । নূতন জীবন পাইয়া তখন উঠিল সে বীর ধীরে, সহসা আমারে দেখিতে পাইল দাড়ায়ে সাগর-তীরে । নিমেষ হারায়ে চাহিয়া রহিল অবাক নয়ন তার, দেখিয়া দেখিয়া কিছুতেই যেন দেখা ফুরায় না আর । যেন আঁখি তার করিয়াছে পণ এইরূপ এক ভাবে