পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>8 ঐীকান্ত দ্র তপদে বাধের উপরে উঠিয়৷ ডাকিলাম, রতন, তোরা কি বাড়ী যাচ্ছিস ? রতন উত্তর দিল, তা বাবু, বাড়ী যাচ্চি—ম গাড়ীতে আছেন । অদূরে উপস্থিত হইতেই, পিয়ারী পর্দার বাহিরে মুখ বাড়াইয়। কহিল, এ যে তুমি ছাড়া আর কেউ নয়, তা আমি দরোয়ানের কথা শুনেই বুঝতে পেরেচি। গাড়ীতে উঠে এসে কথা আছে। আমি সন্নিকটে অসিয়া জিজ্ঞাসা করিলাম, কি কথা ? উঠে এসো বলচি । ন, তা পারবন, সময় নেই। ভোরের আগেই আমাকে তাবুতে পৌছুতে হবে। পিয়ার বলিল, তোমার পায়ে পড়ি, একবার উঠে এসো— কতকটা যেন হতবুদ্ধি হইয়াই গাড়ীতে উঠিয়া বসিলাম । পিয়ারী গাড়ী হাকাইতে আদেশ দিয়া কহিল, আজ আবার এখানে তুমি কেন এলে ? আমি সত্য কথাই বলিলাম। কহিলাম, জানি না । পিয়ার বলিল, আচ্ছ বেশ । কিন্তু লুকিয়ে এসেছিলে কেন ? আমি লুকিয়েও আসিনি, আসবার ইচ্ছেও ছিল না। পিয়ার বিক্রপের স্বরে কহিল, তা হলে তাবু থেকে তোমাকে উড়িয়ে এনেচে–বোধ করি বলতে চাও ? না, তা বলতে চাইনে । উড়িয়ে কেউ আনেনি ; নিজের পায়ে হেঁটে এসেছি সত্যি। কিন্তু কেন এলুম, কখন এলুম, বলতে পারিনে ।