পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত ১২৫ আমাদের চেয়ে সামাজিক আচার-ব্যবহারে শ্রষ্ঠ, এমন অদ্ভূত সংশয় বোধ করি কাহারে। মনে উঠে ন । দোকান হইতে উঠিলাম। সন্ধান করিয়া বেয়ারিং পত্রট ডাকবাক্সে ফেলিয়া দিয়া যখন আস্তানায় আসিয়| উপস্থি ১ হইলাম, তখনও তামার অন্যান্য সহযোগীর ফিরিয়| আসে নাই । দেখিলাম, সাধুবাব আজ যেন কিছু বিরক্ত। হতুট। শুিনি নিজেই ব্যক্ত করিলেন ; বলিলেন, এ গ্রামট; সাধুসন্ন্যাসীর প্র•ি SBBB BBBBB BB SBBSBB BBBSBB BBBBBB BB ন। ; তু বাং কালই এ স্থান ত্যাগ করতে শুইবে । ম গঞ্জ, বলিয়। আমি তক্ষণাৎ অনুমোদন করিলাম । পরদিন তাবু ভাঙ্গিয় যাত্র করা হইল ; এবং সাধুবাব৷ যথাশক্তি ভরদ্বাজ মুনির আশ্রমর দিকে সদলে অগ্রসর হইতে লাগিলেন, কিন্তু পাটনার দশক্রোশের মধ্যে আর তাবু গাড়িলেন K S gBSBB BBB KBBK SB BBBSB KESEJ KBB পড়িল, গঙ্গার নাম ছোট বধিয় । আর স্টশন হইতে ক্রোশআস্টেক দূরে । এই গ্রামে একটি মহাপ্রাণ বাঙলা ভদ্রলোকেপ সহিত পরিচয় হইয়াছিল। তার নাম রামবাবু। এই গ্রামে তিনি দ্বিতীয় পক্ষ এবং গুটি তিন-চার পুত্র-ক্য লইয়। তখন সুখে বাস করিতেছিলেন । সকাল-বেলা শে না গেল, এই ছোট-বড়বাঘিয়া ত বটেই, আরও পাঁচ-সাতখানি গ্রামের মধ্যে তখন বসন্ত মহামারীরূপে দেখা দিয়ছে। দেখা গিয়াছে যে, গ্রামের এই সকল দুঃসময়ের মধ্যেই সাধু-সন্ন্যাসার সেবা বেশ সন্তোষজনক হয় ।