পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত > ●> ও বলে ডেকে না । চিরকাল লক্ষনী ব’লে ডেকেচ, তাই কেন বল না ? বলিলাম, আচ্ছ । কিন্তু তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাইন । আমি ভাবচি এখন যেমন আছি, তাতে তিন-চার দিনেই বোধ হয় এক রকম সরে যাবে। পিয়ারা একটু হাসিয়া কহিল, তিন-চারদিনে না হোক দশবারোদিনে এ রোগ সরবে তা জানি, কিন্তু আসল রাগট। কতদিনে সারবে, আমাকে বলতে পারে ? আসল রোগ অ’বার কি ? পিয়ারা কহিল, ভাবলে একরকম, বলে একরকম, করবে আর একরকম—চিরকাল এ এক রাগ । সন্ন্যাসী নও, সন্ন্যাসী সেজে কি হাঙ্গামাই বাধলে ! এসে দখি, মাটির ওপর ঢেঁড়। কাথায় পড়ে অঘোর অচৈতন্য ! মাথট ধূলে-কাদায় জট পাকিয়েছে ; সরলাঙ্গে রুদ্রাক্ষি সাধ ; হাতে দুগাছ পেতলের BBS BS BS BSS BBB BB BS BBB B gg দীঘশ্বাস ত্যাগ করিল। সেই রাত্রেই আমর। আর e্যাগ করিলাম । পাটনায় পৌছয় বারে-তেরোদিনের মধ্যেই একপ্রকার সারিয়া উঠিলাম। একদিন সকালে পিয়ারীর বাড়া ঘরে ঘরে ঘুরিয়া আসবাব-পত্ৰ দেখিয়া কিছু বিস্মিত হইলাম। কোন ঘরে আবশ্যকীয় দ্রব্যের অতিরিক্ত একটা বস্তুও চোখে পড়িল না ; এ-ঘর সে-ঘর ঘুরিয়ী দোতলার একটা কোণের ঘরের দরজার স্বমুখে আসিয় দাড়াইলাম। মেজেটি শাদা পাথরের,