পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8e শ্ৰীকান্ত আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নিৰ্জ্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়। রাখিয়া গেল, তাহ কিছুই জানিতে পারিল না। সকলে প্রস্ফুট জ্বর লইয়াই ঘুম ভাঙিল। চোখ মুখ জ্বালা করিতেছে ; মাথ। এত ভারি যে, শয্যাত্যাগ করিতেও ক্লেশ বোধ হইল । তবুও যাইতেই হইবে । পিয়ারা ঘরে ঢুকিয় কহিল, এখন দেহট কেমন আছে ? বলিলাম, খুব মন্দ নয় । যেতে পারব । আজ না গেলেই কি নয় ? ত", আজ যাওয়া চাই । তা হলে বাড়া পৌঁছেই একটা খবর দিয়ে। নইলে আমাদের বড় ভাবন হবে । তাহার অবিচলিত ধৈর্য দেখিয়া মুগ্ধ হইয় গেলাম । তৎক্ষণাৎ সম্মত হইয়। বলিলাম, আচ্ছা, আমি বাড়ীতেই যাব । আর গিয়েই তোমাকে খবর দেব ! পিয়ারী কহিল, দিয়ে । আমিও চিঠি লিখে তোমাকে দু-একটা কথা জিজ্ঞাস করব । বাহিরে পালকিতে যখন উঠিতে যাইতেছি, দেখি দ্বিতলের বারান্দায় পিয়ারী চুপ করিয়া দাড়াইয়া আছে। তাহার বুকের ভিতরে যে কি করিতেছিল, তাহার মুখ দেখিয় তাহ জানিতে পারিলাম না । “ আমার অন্নদাদিদিকে মনে পড়িল ৷ বহুকাল পূর্বের একট। শেষদিনে, তিনিও যেন ঠিক এমনি গম্ভীর, এমনি স্তব্ধ হইয়াই