পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদন আমাদের প্রকাশিত সংক্ষিপ্ত বঙ্কিম গ্রন্থাবলীর অসাধারণ জনপ্রিয়তা এবং সহৃদয় স্বধীপাঠকমণ্ডলীর উৎসাহ ও সহানুভূতির আস্থপ্রেরণায় শরৎচন্দ্রের রচনাবলীর ও কয়েকটি গ্রন্থের সংক্ষিপ্ত কিশোর সংস্করণ প্রকাশিত হইল । বিশ্বসাহিত্যে এতাদৃশ সংক্ষিপ্ত সংস্করণ স্থপ্রচলিত। ভিক্টর, হিউগো, আলেকজাণ্ডার ডুম, জেন অষ্টিন, ডিকেলু, খ্যাকারে প্রভূতি যুরোপের স্বপ্রসিদ্ধ । ঔপহাসিকগণের রচনাবলীর বিভিন্ন সংক্ষিপ্ত সংস্করণ বহুদিন যাবৎ প্রকাশিত হইয়াছে। বাংলার ঔপন্তালিক প্রতিভার সর্বশ্রেষ্ঠ প্রতীক্ অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্রের জীবস্ত রচনাবলীর অঙ্গচ্ছেদ শরৎ-সাহিত্যাকুরাগী ব্যক্তি মাত্রের নিকট অমার্জনীয় অপরাধ বলিয়া গণ্য হুইবার ৰোগ্য। অস্থান ত্রিশ বৎসর যাবৎ বাংলার পাঠকবর্গ শরৎ-সাহিত্যের রসাস্বাদন করিয়া আসিতেছেন । কিন্তু আজ একদিকে শিক্ষা ও সাহিত্যের অগ্রগতির ফলে রসপিপাস্থ পাঠকপাঠিকার সংখ্যা যেমন বিপুলভাবে বন্ধিত হইতেছে, অপর দিকে তেমন মহাকালের রথচক্রে নিষ্পেষিত বাংলার জনসাধারণের আস্তরাত্মা বিংশ শতাব্দীর মধ্যভাগে দাড়াইয়। উদগ্র লালসামৰ্ত্ত নররাক্ষসকুলের করাল মুখৰ্যাদানের সম্মুখে পরিত্রাহি চিৎকার করিতেছে । সাহিত্য-রসাস্বাদ मूरब्र थांकूक, नैर्न cनहनिअब्रüीएक बझ्म कब्रिदांब्र बछ ৰৎসামান্ত উপকরণ-সংগ্ৰছে সমর্থ হইতেছে না । বুভুক্ষ