পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত २€ খেলা এবং পশ্চাতে বহুদূরাগত সেই অবিশ্রান্ত তর্জন। আর সুমুখে সেই বালির পাড় । এটা কোন যায়গ৷ তাই ভাবিতেছি, দেখি, ইন্দ্র ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। কহিল, শ্ৰীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আসে, খবরদার দিসনে—খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মত হয়েও যদি কেউ আসে, তবু দিবিনে—বলবি, মুখে তোর ছাই দেব—ইচ্ছে হয়, নিজে তুলে নিয়ে যা । খবরদার হাতে ক’রে দিতে যাস্নে যেন—ঠিক আমি হলেও না,—খবরদার । কেন ভাই ? ফিরে এসে বলব—খবরদার কিন্তু—, বলিতে বলিতে সে যেমন ছুটিয়া আসিয়াছিল, তেমনি ছুটয় দৃষ্টির বহিভূ ত হইয়। 255 | এইবার আমার পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত কঁটি। দিয়া খাড়া হইয়| উঠিল। বোধ হইতে লাগিল, যেন দেহের প্রতি শির উপশির দিয়া বরফজল বহিয়া চলিতে লাগিল । বোধ করি ভয়ে চৈতন্য হারাইবার ঠিক শেষ ধাপটিতে আসিয়াই প। দিয়াছিলাম ! প্রতি মুহূৰ্বেই মনে হইতেছিল পাড়ের ওদিক হইতে কে যেন উকি মারিয়া দেখিতেছে । যেমনি আড়চোখে চাই, অমনি সেও যেন মাথা নিচু করে । সময় আর কাটে না । ইন্দ্ৰ যেন কত যুগ চলিয়া গিয়াছে—- আর ফিরিতেছে না। মনে হইল যেন মানুষের কণ্ঠস্বর শুনিলাম। পৈতাট। বৃদ্ধাঙ্গুষ্ঠে শতপাকে বেষ্টন করিয়া মুখ নিচু করিয়া উৎকৰ্ণ হইয়া রহিলাম।