পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকান্ত \04\ কিন্তু শিকার যে হাতছাড়া হয় ! মেজদা স্থান-কাল ভুলিয়া প্রায় চীৎকার করিয়া আমাকে ধমক দিয়া উঠিলেন—খপরদার ! যাসনে বলচি শ্ৰীকান্ত। পিসিমা পর্যন্ত যেন একটু চমকিয়৷ উঠিলেন। তারপর মুখ ফিরাইয়া মেজদার প্রতি চাহিয়া শুধু কহিলেন, সতে ? পিসিমা অত্যন্ত রাশভারি লোক । বাড়ী-মৃদ্ধ সবাই তাহকে ভয় করিত । মেজদ। সে চাহনির সম্মুখে ভয়ে একেবারে জড়সড় হইয়| উঠিল। আবার পাশের ঘরেই বড়দা বসেন ৷ কথাট। তার কানে গেলে আর রক্ষ থাকি ত না । পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করিয়া আসিয়াছি ; কখনও, কোন কারণেই তিনি চচমেচি করিয়৷ লোক জড় করিয়! তুলিতে ভালবাসিতেন না। হাজার রাগ হইলেও তিনি জোরে কথা বলিতেন ন| তিনি কহিলেন, তাই বুঝি ও দাড়িয়ে এখানে ? দেখ, সতীশ, যখন তখন শুনি, তুই ছেলেদের মারধোর করিস। আজ থেকে কারে গায়ে যদি তুই হাত দিস আমি জানতে পারি, এই থামে বেঁধে চাকর দিয়ে তোকে আমি বেত দেওয়াব ৷ বেহায়, নিজে ফি বছর ফেল হচ্চে—ও আবার যায় পরকে শাসন করতে। কেউ পড়ুক, না পড়ক, কারুকে তুই জিজ্ঞাস পর্য্যন্ত করতে পাবিনে । বলিয়। তিনি আমাকে লইয়া যে পথে প্রবেশ করিয়ছিলেন, সেই পথে বাহির হইয়া গেলেন। মেজদ। মুখ কালি করিয়া বসিয়া রহিল। এ আদেশ অবহেলা করিবার সাধ্য বাড়ীতে কাহারে নাই—সে কথা মেজদা ভাল করিয়াই জানিত। আমাকে সঙ্গে করিয়া পিসিমা র্তার নিজের ঘরের মধ্যে আনিয়া