পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত - 8ፃ ইন্দ্র বলিল, ঝাপির ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে পড়েছে। একেবারে বুনো সাপ। তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলবে। শাহ জীকে তুলে দাও—আমি তোমাকে যেতে দেব না। বলিয়া ইন্দ্র ভয়ে দুই হাত প্রসারিত করিয়া পথ আগলাইয়া দাড়াইল । * আমাকে খাবে না রে—এখখুনি ধ’রে দিচ্চি ছাখ ! বলিয়া বঁশের মাচা হইতে একটা কোরোসিনের ডিব| জুলিয়া লইয়া ঘরে ঢুকিলেন এবং এক মিনিটের মধ্যে সাপটকে ধরিয়া আনিয়া বাপিতে বন্ধ করিয়া ফেলিলেন । পাচ ইন্দ্রর দিদি কিছুক্ষণ নীরবে চাহিয়া সস্নেহে তিরষ্কারের কণ্ঠে কহিলেন, ছি, দাদা, এমন কাজ আর কখখনো কোরো না । এ সব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই ? ভাগে তোমার হাতের ডালাটায় ছোবল মেরেছিল, না হ'লে আজ কি কাণ্ড হ’ত বল ত ? আমি কি তেমমি বোকা দিদি ৷ বলিয়া ইন্দ্র সপ্রতিভ হাসিমুখে ফস করিয়া তাহার কোচার কাপড় টানিয়া ফেলিয়৷ কোমরে সূতা-বাধা কি একটা শুকনা শিকড় দেখাইয়া বলিল, এই দ্যাখ দিদি, আট-ঘাট বেঁধে রেখেচি কি না ! এ না থাকলে কি আর আজ আমাকে ন ছুবলে ছেড়ে দিত ? শাহ জীর কাছে এটুকু আদায় করতে কি আমাকে কম কষ্ট পেতে হয়েচে ?