পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কান্ত سd b ছিড়িয়া পড়িল । একটা হৈ চৈ পড়িয়া গেল ! তাহাকে বসিয়ী পড়িবার জন্য কেহ বা সভয় চাৎকারে অনুনয় করিয়| উঠিল, কেহ ব| সিন ফেলিয়া দিবার জন্য চেচাইতে লাগিল—কিন্তু বাহাদুর মেঘনাদ ! কাহারও কোন কথায় বিচলিত হইল না। বঁ হাতের ধনুক ফেলিয়া দিয়া, পেণ্টলানের মুটু চাপিয়া ডানহাতের শুধু তাঁর দিয়াই যুদ্ধ করিতে লাগিলেন ।. ধন্য বীর । ধন্য বীরত্ব ! অনেকে অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছে মানি, কিন্তু ধনুক নাই, বঁ। হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের অনুকূল নয়—শুধু ডান হাত এবং শুধু তার দিয়৷ ক্ৰমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে ! অবশেযে তাহতেই জিত ! বিপক্ষকে সে যাত্র পলাইয় আত্মরক্ষা করিতে হইল । আনন্দের সীমা নাই—মগ্ন হইয়া দেখিতেছি এবং এই অপরূপ লড়াইয়ের জন্য মনে মনে তাহার শতকোটি প্রশংসা করিতেছি, এমন সময়ে পিঠের উপর একটা আঙ্গুলের চাপ পড়িল। মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র । চুপি চুপি কহিল, আয় শ্ৰীকান্ত, দিদি একবার তোকে ডাকচেন । তড়িৎস্পষ্টের মত সোজা খাড়া হইয়া উr. লাম। কোথায় তিনি ? বেরিয়ে আয় না--লচি। পথে আসিয়া সে শুধু কহিল, অsiার সঙ্গে আয় । বলিয়া চলিতে লাগিল । গঙ্গার ঘাটে পৌছিয়া দেখিলাম, তাহার নৌকা বাধী আছে—নিঃশব্দে উভয়ে চড়িয়া বসিলাম, ইন্দ্র বাঁধন খুলিয়া দিল । আবার সেই সমস্ত অন্ধকার বনের পথবাহিয়া দুজনে শাহ জীর