পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"శ్రీ 6 শ্ৰীকান্ত দিয়া কুটীরের দক্ষিণ-দিকের জঙ্গলট নির্দেশ করিয়া বলিলেন, ওইখানে একটু জায়গা আছে, ইন্দ্রনাথ, আমি অনেকদিন ভেবেচি, যদি আমার মরণ হয়, ওইখানেই যেন শুয়ে থাকতে পাই ! সকাল হ’লে সেই জায়গাটুকুতে একে শুইয়ে রেখে ভাই, অনেক কষ্টই এ-জীবনে ভোগ ক’রে গেছেন—তবু একটু শান্তি পাবেন । ইন্দ্র প্রশ্ন করিল, শাহ জাকে কি কবর দিতে হবে ? দিদি বলিলেন, মুসলমান যখন, তখন দিতে হবে বই কি ভাই ! ইন্দ্র পুনরায় প্রশ্ন করিল, দিদি, তুমিও কি মুসলমান ? দিদি বললেন, ঈ, মুসলমান বৈকি ! বাকি রাতটুকু কাটিয়া গেলে, ইন্দ্র সেই নির্দিষ্ট স্থানে কবর খুড়িয়া আসিল এবং তিনজনে আমরা ধরাধরি করিয়া শাহ জার মৃতদেহটা সমাহিত করিলাম। গঙ্গার ঠিক উপরেই কাকরের একটুখানি পাড় ভাঙ্গিয়া ঠিক যেন কাহারও শেষ-শয্যা বিছাইবার জন্যই এই স্থানটুকু প্রস্তুত হইয়াছিল। কুড়ি পচিশ হাত নীচেই জাহ্নবী-মায়ের প্রবাহ—মাথার উপরে বহুলতার আচ্ছাদন । প্রিয়বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে। হঠাৎ দিদি সেই গোরের উপর লুটাইয় পড়িয়া বিদীর্ণকণ্ঠে -কাদিয়া উঠিলেন, মা গঙ্গা, আমাকেও পায়ে স্থান দাও মা ! আমার যে আর কোথাও জায়গা নেই। ইন্দ্র বলিয়া উঠিল, দিদি, আমার কাছে তুমি চল—আমার মা এখনো বেঁচে আছেন, তিনি তোমাকে ফেলবেন না—-কোলে টেনে নেবেন । তার বড় মায়ার