পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=শ্রীকান্ত= প্রথম পৰ্ব্ব এক আমার এই 'ভব-ঘুরে জীবনের আজ কত কথাই মা মনে পড়িতেছে ! কিন্তু, কি করিয়া ভব-ঘুরে হইয় পড়িলাম, সে কথা বলিতে গেলে, প্রভাত-জীবনে এ নেশায় কে মাতাইয়া দিয়াছিল, তাহার একটু পরিচয় দেওয়া আবখ্যক । তাহার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে । আজ সে লাচিয় আছে কি না, জানি না। কারণ বহুবৎসর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘর-বাড়ী, বিষয়-আশয়, আত্মীয়-স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সেই যে একবস্ত্রে সে সংসারত্যাগ করিয়া চলিয়। গেল, আর কখনও ফিরিয়া আসিল না । উঃ—সে দিনটা কি মনেই পড়ে ! ইস্কুলের মাঠে বাঙ্গালী ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ । সন্ধা হয় হয় । মগ্ন হইয়া দেখিতেছি । আনন্দের সীমা নাই। হঠাৎ —ওরে বাবা—এ কি রে! চটপট শব্দ এবং মারো শালাকে ! ধরে শালাকে ! কি একরকম যেন বিহ্বল হইয়া গেলাম। মিনিট