পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ড QQ সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয়। ভাবিলাম, উহাদের বাড়ীর গাড়ি করিয়া ষ্টেশনে যাইতে হইবে—তাই তাড়াতাড়ি । ইন্দ্ৰ কহিল, তা নয়। আমরা ডিঙিতে যাব । আমি নিরুৎসাহ হইয় পড়িলাম। কারণ গঙ্গায় উজান ঠেলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব। হয় ত বা সময়ে উপস্থিত হইতে পারা যাইবে না । ইন্দ্র কহিল, ভয় নেই, জোর হাওয়! আছে ; দেরি হবে না। আমার নতুনদা কলকাতা থেকে এসেছেন, তিনি গঙ্গা দিয়ে যেতে চান । যাক, দাড় বাধিয়, পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি— অনেক বিলম্বে ইন্দ্রের নতুনদ আসিয়া ঘাটে পৌছিলেন। চাদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম। কলকাতার বাবু—অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সিস্কের মোজ, চকচকে পাম্প-স্ব, আগাগোড়া ওভারকেটে মোড়, গলায় গলাবন্ধ, হাতে দস্তান, মাথায় টুপি—পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই । আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছেতাই’ বলিয়। কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রর কাধে ভর দিয়া আমার হাত ধরিয়া, অনেক কষ্টে, অনেক সাবধানে নৌকার মাঝখানে জাকিয়া বসিলেন । তোর নাম কি রে ? ভয়ে ভয়ে বলিলাম, শ্রীকান্ত । তিনি দাত খি'চাইয়া বললেন, আবার ঐ—কান্ত— ! শুধু -কান্ত। নে, তামাক সাজ ইন্দ্র, হু কো-কলকে রাখলি কোথায় ? ছোড়াটাকে লে—তামাকু সাজুক ।