পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e ঐীকান্ত سty করিয়া লইলেন । আমি বন্দুক রাখিয়া দিলাম। শিকারের ক্ষেত্র দেখিয়া সৰ্ব্বাঙ্গ জুলিয়া গেল । কুমার প্রশ্ন করিলেন, কি হে কান্ত, তুমি বড় চুপচাপ ? ও কি, বন্দুক রেখে দিলে যে ! আমি পাখী মারি না । সে কি হে ? কেন কেন ? আমি গোঁফ ওঠবার পর থেকে আর ছররা দেওয়া বন্দুক ছুড়িনি—ও আমি ভুলে গেছি। কুমারসাহেব হাসিয়াই খুন। সূরযুর চোখ-মুখ আরক্ত হইয়া উঠিল । তিনিই এ দলের প্রধান শিকারী এবং রাজপুত্রের প্রিয় পাশ্বচর। র্তাহার অব্যৰ্থ লক্ষ্যের খ্যাতি আমি আসিয়াই শুনিয়াছিলাম । রুষ্ট হইয়। কহিলেন, চিড়িয়া শিকারমে কুছ সরম হায় ? আমারও মেজাজ তত ভাল ছিল না ; সুতরাং জবাব দিলাম, সবাইকার নেহি হায়, কিন্তু আমার হায়! যাক আমি ভাবুতে ফিরিলাম—কুমারসাহেব, আমার শরীরটা ভাল নেই, বলিয়া ফিরিলাম। ইহাতে কে হাসিল, কে চোখ ঘুরাইল, কে মুখ ভাঙাইল, তাহ চাহিয়াও দেখিলাম না। তখন সবেমাত্র তাবুতে ফিরিয়া ফরাসের উপর চিৎ হইয়৷ পড়িয়াছি, এবং আর-এক পেয়ালা চা আদেশ করিয়া একটা সিগারেট ধরাইয়াছি, বেয়ারা আসিয়া সসন্ত্রমে জানাইল, বাইজী একবার সাক্ষাৎ করিতে চায় । জিজ্ঞাসা করিলাম, কেন সাক্ষাৎ করিতে চায় ?