পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

90 শ্ৰীকান্ত ব্যাপারটা আজও আমার বুকের মধ্যে কাটিয়া কাটিয়া বসিয়া আছে । সে রাত্রে ভয় পাইয়াছিলাম ত বটেই। বোধ করি ব৷ যেন কি সব চেহারাও দেখিয়াছিলাম। এখন মনে করিয়া হাসি পায় সত্য ; কিন্তু সেদিন অমাবস্তার ঘোর দুর্য্যোগ তুচ্ছ করিয়াও, বোধ করি বা ছুটিয়া পলাইতাম, যদি না এ কথা অসংশয়ে বিশ্বাস হইত—কপাট খুলিয়া বাহির হইলেই নিরুদিদির কালে কালে। সেপাই-সান্ত্রির ভিড়ের মধ্যে গিয়া পড়িব । অথচ এ সব কিছুই নাই, কিছুই ছিল না, তাহাও জানিতাম ; মুমূযু যে কেবলমাত্র নিদারুণ বিকারের ঘোরেই প্রলাপ বকিতেছিলেন, তাহাও বুঝিয়াছিলাম । বাবু ? চমকিয় ফিরিয়া দেখিলাম, রতন । কি রে ? বাইজী একবার প্রণাম জানাচ্চেন । যেমন বিস্মিত হইলাম, তেমনি বিরক্ত হইলাম । রতন সুশিক্ষিত ভূত্য ; আদব-কায়দায় পাকা । সন্ত্রমের সহিত মৃদুস্বরে কহিল, বড় দরকার বাবু, এখনি একবার পায়ের ধূলে দিতে হবে। নইলে বাইজই আসবেন বললেন । বলিলাম, তুমি বুঝিয়ে বলগে রতন, আজ নয়, কাল সকালেই দেখা হবে । আজ আমি কোন মতেই যেতে পারব না। রতন কহিল, তা হ'লে তিনিই আসবেন । আমি এই পাঁচ বছর দেখে আসূচি বাবু, বা ইজার কোন দিন কখনো এতটুকু কথার নড়-চড় হয় না। আপনি না গেলে তিনি নিশ্চয়ই আসবেন ।