পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত 20. একটা কথা বলচে ত শুনিই না । না হয় নাই গেলাম শ্মশানে। এই না ? কিন্তু ছিঃ ! আমাকে তুমি একেবারেই ভুলে গিয়েছিলে—দেখে চিনতেও পারোনি ! বলিয়া হাসিয়া মাথা নাড়িতেই তাহার দুই কানের হারাগুল পর্যন্ত দুলিয়া হাসিয়া উঠিল । আমি বলিলাম, তোমাকে মনেই বা কবে করেছিলাম যে, ভুলে যাবে না ? বরং আজ চিনতে পেরেচি দখে নিজেই আশ্চৰ্য্য হয়ে গেছি। আচ্ছ, বারোট। বাজে—চললুম। একটুখানি স্থির থাকিয়া পিয়ারা কহিল, আচ্ছ, ভূত-প্রেত না মানে, সাপ-খোপ, বাঘ-ভালুক, বুনোশ্রয়ার এগুলোকে ত বনেজঙ্গলে অন্ধকার রাত্রে মান চাই । আমি বললাম, এগুলোকে আমি মেনে থাকি, এবং যথেষ্ট সতর্ক হয়েও চলি । আমাকে যাইতে উদ্য ত দেখিয় ধীরে ধীরে কহিল, তুমি যে ধাতের মানুষ, তাতে তোমাকে যে আটকাতে পারব না, সে ভয় আমার খুবই ছিল ; তবু ভেবেছিলাম, কান্নাকটি করে হাতে পায়ে ধরলে শেষ পর্যন্ত হয় ত নাও যেতে পারে। কিন্তু আমার কান্নাই সার হ’ল ! আমি জবাব দিলাম ম৷ দেখিয়া পুনরায় কহিল, আচ্ছ, যাও—পেছু ডেকে আর অমঙ্গল করব না। কিন্তু একটা কিছু হ’লে, এই বিদেশ বিভূয়ে রাজা-রাজড় বন্ধু-বান্ধব কোন কাজেই লাগবেনা, তখন আমাকেই ভুগতে হবে । আমাকে চিনতে পারে না, আমার মুখের পরে বলে তুমি পৌরষী ক’রে গেলে, কিন্তু বিপদের সময় আমি ত আর বলতে পারবন—একে