পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Σ 8 জৈবধৰ্ম্ম [ সপ্তম এইরূপ সংসার ভ্ৰমিতে কোন জন । সাধুসঙ্গে নিজ তত্ত্ব অবগত হন । নিজ তত্ত্ব জানি আর সংসার না চায় । কেন বা ভজি মায়া করে হায় হায় ॥ কেঁদে বলে, “ওহে কৃষ্ণ, আমি তব দাস । তোমার চরণ ছাড়ি হৈল সৰ্ব্বনাশ’ ৷ কাকুতি করিয়া কৃষ্ণে ডাকে একপার। কৃপা করি কৃষ্ণ তারে ছাড়ান সংসার ॥ মায়াকে পিছনে রাখি কৃষ্ণপানে চায়। ভজিতে ভজিতে কৃষ্ণপাদপদ্ম পায় ॥ রষ্ণ তারে দেন নিজ চিচ্ছক্তিব বল । মায় আকষণ ছাড়ে হঠয়া দুৰ্ব্বল ৷ “সাধুসঙ্গে কৃষ্ণনাম” এইমাত্র চাই। সংসার জিনিতে অব কোন বস্তু নাই ॥” য। বাবাজী মহাশয়, সাধুসঙ্গ যে বলিলেন, সাধুরাও এই সংসারে বর্তমান । সংসারপীড়ায় জৰ্জ্জরিত । তাতারা বা কি করিয়৷ অন্ত জীবকে উদ্ধার করিবেন ? অ। সাধুরাও এই সংসারে বর্তমান বটে, কিন্তু সাধুদিগের সংসার ও মায়ামুগ্ধকর জীবের সংসারে বিশেষ ভেদ আছে। সংসার দেখিতে একই রকম, কিন্তু ভিতরে যথেষ্ট ভেদ। সাধুগণ চিরদিন জগতে আছেন, কেবল অসাধুগণ র্তাহাদিগকে চিনিতে পারে না বলিয়, সাধুসঙ্গ দুৰ্ল্লভ হয় । যে সমস্ত জীব মায়া কবলিত—তাহারা দুইভাগে বিভক্ত । কতকগুলি মায়ার ক্ষুদ্র মুখে মত্ত হইয়া সংসারকে বড়ই আদর করে, কতকগুলি মায়াতে স্থখ মা পাইয় অধিক মুখের আশায় বিবেক অবলম্বন করে ।