পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সংসার >ーや যা । এখন দেখিতেছি, ভেক লওয়া মুখের কথা নয়। বড় কঠিন কথ! । ইহাকে অনুপযুক্ত গুরু সকল ব্যবহারিক করিয়া ফেলিতেছেন । এখন আবন্ত হইয়াছে । শেষে কি হয় বলা যায় না । অ ! শ্ৰীমন্মত প্ৰভু এই পদ্ধভিকে পবিত্র রাখিবার জন্য অতি স্বল্প দোষী ছোট হরিদাসকে দণ্ডিত করিয়াছিলেন । যাহার। আমার প্রভুর অনুগত, তাহারা সৰ্ব্বদা হরিদাসের দণ্ড স্মরণ করিবেন । য। ভেক লষ্টয়া আখড়া বাধা ও দেবদেবী করা কি উচিত পদ্ধতি ? অ ! না উপযুক্ত পাত্র ভিক্ষাপ্রমে প্রবেশ করিয়া প্রতিদিন ভিক্ষার দ্বাবা জীবন নিৰ্ব্বাত কবিবেন । আখড়া আদি আড়ম্বর করিবেন না। কোন স্থলে কোন নিভৃত কুটারে বা গৃহস্তের দেবালয়ে থাকিবেন। অর্থ দ্বারা যাত হয় তাঙ্গ করবেন না। নিরস্তর নিরপরাধে ক্লষ্ণনাম করিবেন। যা । যাঙ্গর আখড়া বাধিয়া গৃহস্থের দ্যায় আছেন, তাহাদিগকে কি বলা যায় ? • অ । বাস্তাশা পলা যায় । একবার যাহ। বমন করিয়া ফেলিলেন, আবাব তাহা ভক্ষণ করিলেন । যা । তিনি কি আর বৈষ্ণব থাকেন না ? অ। তাহার ব্যবহার যখন অবৈধ ও বৈষ্ণব-ধৰ্ম্মের বিরোধী তখন আর কেন তাচার সঙ্গ করিব ? তিনি শুদ্ধভক্তি ত্যাগ করিয়া শাঠ্য অবলম্বন করিলেন । র্ত তার সহিত আর বৈষ্ণবের সম্বন্ধ কি ? যা । তিনি যখন হরিনাম ত্যাগ করেন নাই তখন কিরূপে বৈষ্ণবতা ছাড়িয়াছেন বলিগেন ? ম। হরিনাম ও নামাণরাধ পৃথক বস্তু। নামের বলে যেখানে পাপ দেখিবে, সেখানে নামাপরাধ। নামাপরাধ হইতে অতিশয় দূরে পলায়ন করিবে ।