পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সংসার > ૨૩ এক দিবস শ্ৰীগোক্রমস্থ বৈষ্ণবগণ শ্ৰীগোরাস্তুদেব দক্ষিণ-পূৰ্ব্বভাগে উপবনবাসী বৈষ্ণবদের নিভূতকুঞ্জে প্রসাদ পাইযা অপরাহ্লে বসিযাছেন। লাহিড়ী মহাশয এই গীতটি গাইয়া বৈষ্ণবদেব ব্রজভাবেব উদয় করাইতে ছিলেন— “( গৌর ) কত লীল কবিলে এখানে । অদ্বৈতাদি ভক্তসঙ্গে নাচিলে এ বনে রঙ্গে, কাণীযদমন-সংকীৰ্ত্তনে । এহ হ্রদ তৈতে প্রভু, নিস্তাবিলে নক্র কচু, কৃষ্ণ যেন কাণীয়দমনে ॥” এই গীতেব অবসানে বৈষ্ণবগণ গোরলীলা-কৃষ্ণলীলাব ঐক্য আলোচনা করিতেছিলেন, এমন সময় বড়গাছী হইতে দুষ্ট চারিট বৈঞ্চব আসিয়া প্রথমে গোরাষ্ট্রদকে, পরে বৈষ্ণবগণকে সাষ্টাঙ্গে দণ্ডবৎপ্রণাম করিলেন । স্থানীয় বৈষ্ণবগণ র্তাহাদিগকে যথাবিধি আদর করিয়া বসাইলেন । নিভূতকুঞ্জে একটা পুরাতন বটবৃক্ষ ছিল। বৈষ্ণবগণ সে বৃক্ষের মূলে পাকা করিয়া একটা গোল চবুতর প্রস্তুত কবাইয়াছিলেন। সকলে আদব কবিয়া ঐ বটগাছটকে ‘নিতাই-বট’ বলিতেন। প্রভু নিত্যানন্দ সেই বটতলায় বসিতে বড় ভাল বাসিতেন । বৈষ্ণবগণ ‘নিভাই-বটের তলে বসিয়া ইষ্টগোষ্ঠী করিতেছেন। বড়গাছী হইতে সমাগত বৈষ্ণবদিগের মধ্যে একটী স্বল্পবয়স্ক জিজ্ঞাস্ক বৈষ্ণব ছিলেন। তিনি সহসা বলিলেন,—আমি একট প্রশ্ন করিতে ইচ্ছা করি, আপনার কেহ তাহার উত্তর দিয়া আমাকে পরিতৃপ্ত করুন । নিভূতকুঞ্জের হরিদাস বাবাজী,মহাশয় বড় গম্ভীর পণ্ডিত। তিনি প্রায় কোন স্থলে যান না। তাছার বয়স এায়, একশত বৎসর। কখন কদাচ প্রছন্নকুঞ্জে গিয়া পরমহংস বাবাজী মহাশয়ের ੇ বলেন। তিনি Q