পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q 。 জৈবধৰ্ম্ম [ নবম “অদ্বৈত কুটীরে’ উপস্থিত । দিগম্বরের চিত্তটা চিরদিন উদার, পুরাতন বন্ধুকে দেপিয়া অতিশয় আনন্দিত-অন্তঃকরণে নিজরুত নিম্নলিখিত পদটী গান কবিতে করিতে অদ্বৈতদাসকে আলিঙ্গন করিলেন— ( কালি ! ) তোমার লীলা-খেলা কে জানে মা ত্রিভুবনে ? কহু পুরুষ, কভু নারী, কন্তু মত্ত হও গো রণে । ব্ৰহ্মা ত’য়ে স্বষ্টি কর, সৃষ্টি নাশ হ’য়ে হর, বিষ্ণু চ’য়ে বিশ্বব্যাপী পল গো মা সৰ্ব্বজনে ॥ ক্লষ্ণরূপে বৃন্দাবনে, বঁাশী বাজা ও বনে বনে, আ পার গৌর হয়ে নবদ্বীপে, মাতাও সবে সংকীৰ্ত্তনে ॥ অদ্বৈতদাস বলিলেন,—এস, ভাই এস। দিগম্বর পত্রাসনে বসিয়া চক্ষের জলে মমতা দেখাইয়া বলিলেন,—ভাক্ট কালিদাস, আমি কোথায় যাব ? তুমি ত বৈরাগী হয়ে ‘ন দেবায়ু ন ধয়ায় চলে। আমি পঞ্জাব হইতে কত আশা ক’বে আসছি। আমাদের বাল্যবন্ধু পেশা পাগলা, খেদ, গিৰীশ, ঈশে পাগলী, ধন ময়রা, কেলে ছুতোর, কাস্তি ভট্চাযি— সকলেই মবিয়া গেল ; এখন তুমি আর আমি। মনে করিয়াছিলাম, আমি একদিন গঙ্গাপার তষ্টয়া শান্তিপুরে তোমাকে পাব ; আবার তুমি পরদিন গঙ্গা পার হইয়া অম্বিকাতে আসিবে । যে কটা দিন বাচি, তোমাতে আমাতে গ:ন ক’রে, তন্ত্র প’ড়ে কাল কাটাইয়া দিল । আমার পোড়া কপাল ; তুমি এপন ষাড়ের গোপর ত’লে—ন। ঐহিক, না পারত্রিক কাৰ্য্যে লাগিবে। বল দেখি, তোমার এ কি হইল ? অদ্বৈতদাস দেখিলেন, বড়ষ্ট কঠিন সঙ্গলাভ হইল ; এখন কোনরকমে বাল্যবন্ধুর হাত হইতে পার পাইলে হয়। বলিলেন,—ভাই দিগম্বর, তোমার কি মনে পড়ে না ? আমরা একদিন অম্বিকায় ‘দাড়াগুলি খেলিতে পেলিতে সেই পুরাতন তেঁতুল গাছটার কাছে পৌঁছিয়াছিলাম।