পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अशाग्न ] নিত্যধৰ্ম্ম, জড়বিজ্ঞান ও সভ্যতা ➢®ዓ দি। হা হা, খুব মনে পড়ে , গৌরীদাস পণ্ডিতের বাটীর কাছে ; যে তেঁতুল গাছটার নীচে গৌরনিতাই বসিয়াছিলেন । অ। ভাই খেলতে খেলতে তুমি বলিয়াছিলে,—এ তেঁতুল গাছটা ছুইবে না ; শচাপিসির ছেলে এখানে বসিয়াছিল,—ছুলে পাছে বৈরাগী হ’য়ে পড়ি । দি। বেশ মনে আছে। আবার, তোমার একটু বৈষ্ণবদের দিকে টান দেখে আমি বলেছিলাম, তুমি গৌরাঙ্গের ফাঁদে পড়িবে। অ। ভাই, অামাব ত চিরদিন এত ভাব ; তখন ফদে পড়বে। পড়বো হচ্ছিলাম ; এখন পড়িয়াছি । দি । আমাৰ হাত ধবে উঠিয়া পড় । ফণদে থাক। ভাল নয় । অ । ভাই, এ কাদে পড়িলে বড় মুখ আছে ; ফাঁদে চিকদিন থাকার প্রার্থন। তুমি একবার ফাদটা ছুয়ে দেখ। দি। আমার দেপা আছে—আপাততঃ মুখ, শেষে ফাকি । অ ! তুমি যে ফাদে আছ, তাহাতে কি শেষে বড় সুখ পাবে ? মনেও করিও না । t দি। আমরা দেখ, মহাবিদ্যার চর ; আমাদের এখন ও মুখ, তখনও মুখ । তোমাদের এখন সুখ বলিয়া তোমরা মনে কর, কিন্তু আমরা তোমাদের কোন সুখ দেখি না—শেষে ত দুঃখেব শেষ থাকিবে না ? কেন যে লোকে বৈষ্ণব হয়, বলিতে পারি না। দেখ, আমরা এখন মৎস্তমাংসাদির আস্বাদন সুখলাভ করি ; ভাল পরি,—তোমাদের অপেক্ষ সভ্য । প্রাক্কতবিজ্ঞানমুখ যত কিছু আছে, সকলই আমরা পাই ; তোমরা সে সমস্ত হষ্টতে বঞ্চিত ; শেষে তোমাদের নিস্তার নাই অ । কেন ভাই, আমাদের শেষে নিস্তার নাই কেন ?