পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম, জড়বিজ্ঞান ও সভ্যতা Yዓ> এই কৰ্ম্মমার্গে ভ্রমণ করিব, সেপৰ্য্যন্ত তোমারই প্রসঙ্গবিং সাধুদিগের সঙ্গ জন্মে জন্মে ঘটবে না। পুনঃ সপ্তমস্কন্ধে— অসদ্ভি: সহ সঙ্গস্তু ন কৰ্ত্তব্যঃ কদাচন । যস্মাৎ সৰ্ব্বার্থহানিঃ স্তাদধঃপাতশ্চ জায়তে ॥ (১) কাত্যায়নবাক্যে ( হঃ ভঃ বিঃ ১০,২২৪ )— বরং হুতবহজালা পঞ্জরান্তৰ্ব্ব্যবস্থিতি: | ন শৌরিচিস্তাবিমুখজনসংবাসবৈশসম্ ॥ অর্থাৎ, বরং অগ্নিতে পুড়িয়া মরিব বা পঞ্জরমধ্যে চিব-আবদ্ধ হইয়াও থাকিব, তবুও কৃষ্ণ-চিন্তাবিমুখজনেব সঙ্গদুঃখ যেন না হয়। তৃতীয়ে, (ভাঃ ৩, ৩১।৩৩-৩৪ )— সত্যং শৌচং দয়া মৌনং বুদ্ধিত্রীঃ শ্ৰীৰ্যশ: ক্ষমা । শমো দমো ভগক্ষেতি যৎসঙ্গাদ্যাতি সংক্ষয়ম্। তেষশাস্তেষু মূঢ়েযু যোষিৎক্রীড়ামৃগেষু চ | সঙ্গং ন কুৰ্য্যাচ্ছে চেষু খণ্ডিতাত্মম্বসাধুষু | অর্থাৎ যে সকল লোক অশাস্ত, মূঢ় ও স্ত্রীলোকদিগের ক্রীড়ামৃগ, তাহাদের সঙ্গফলে সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, লজ্জা, শ্ৰী, যশ, ক্ষমা, শম, দম ও ঐশ্বর্য সমস্তই ক্ষয়প্রাপ্ত হয ; সেইসকল আত্মবিরোধী, অসাধু, শোচ্যপুরুষদিগের সহিত কখনও সঙ্গ করিবে না"। গারুড়ে— অন্তং গতোহপি বেদানাং সৰ্ব্বশাস্ত্রার্থবেদ্যপি । যো ন সৰ্ব্বেশ্বরে ভক্তস্তং বিদ্যাৎ পুরুষাধমম্।। (২) (১) কখনও ভগবদ্বহির্মুখ বুভুকু ও মুমুকুর সঙ্গ করিবে না, কেননা, সেই সঙ্গফলে সকলপুরুষাৰ্থহানি ও অধঃপতন ঘটে। (২) বেদান্তৰিৎ ও সৰ্ব্বশাস্ত্রার্থজ্ঞ হইয়াও যে সৰ্ব্বেস্বর বিষ্ণুর ভক্ত নহে, তাহাকে পুরুষধিম বলিয়া জানিবে ।