পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԳԵ জৈবধৰ্ম্ম [ দশম পরমহংস বাবাজী মহাশয়ের ইচ্ছাক্রমে বৈষ্ণবদাস . বলিলেন,— ঐবৈষ্ণবধৰ্ম্ম সনাতন ও নিত্য । - দ্যা। বৈষ্ণবধৰ্ম্ম দুইপ্রকাব দেখিতেছি। একপ্রকাব বৈষ্ণবধৰ্ম্ম এই যে, ব্রহ্ম নিরাকার। নিরাকার-ভজন হয় না। একটী কল্পিত সাকার নিৰূপণ করিয়া ভজন করিতে করিতে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হইলে নিরাকার ব্ৰহ্মজ্ঞান উদিত হয় । মায়া-কল্পিত বাধাকৃষ্ণরূপ বা রামরূপ বা নৃসিংহরূপ ভজিভে ভজিভে ব্ৰহ্মজ্ঞান হয। এই বুদ্ধিক সহিত ধাৰাবা বিষ্ণুমূৰ্ত্তি পূজা করেন ও তন্মন্ত্রে উপাসনা কবেন, তাহারা পঞ্চোপাসকগণের মধ্যে আপনাদিগকে বৈষ্ণব বলিয়া পবিচয় দেন। আর একপ্রকাব বৈষ্ণবধৰ্ম্ম এই যে, ভগবান বিষ্ণু বা রাম বা কৃষ্ণ নিত্য-সাকার। সেই সেই মন্ত্রে উপাসনা কৰিলে সেইরূপেব নিত্যজ্ঞান ও প্রসাদ লাভ হয়। নিরাকারমত মায়াবাদ, অতএব শঙ্কৰ ভ্রম। এই দুইপ্রকার বৈষ্ণবের মধ্যে কোন প্রকাবট সনাতন ও নিত্য ? বৈ। আপনি যেটা শেষ উল্লেখ করিলেন, তাহাই বৈষ্ণবধৰ্ম্ম। তাহা সনাতন। অপরট নামমাত্র বৈষ্ণবধৰ্ম্ম অথচ বৈষ্ণবধৰ্ম্মের বিপরীত, অনিত্য এবং মায়াবাদের সহিত প্রচলিত হইয়াছে । স্তা। এখন বুঝিলাম যে, আপনার চৈতন্তদেব হইতে যে মতটী লাভ করিয়াছেন, তাহাই আপনাদেব মতে বৈষ্ণবধৰ্ম্ম। কেবল রাধাকৃষ্ণ, রাম, নৃসিংহ উপাসনাবারা বৈষ্ণবধৰ্ম্ম হয় না । চৈতষ্ঠের মত লইয়া রাধাকৃষ্ণাদি উপাসনা করিলে বৈষ্ণবধৰ্ম্ম হয়। ভাল, তাছাট হইল , কিন্তু এইরূপ বৈষ্ণবধৰ্ম্মকে আপনারা কিরূপে সনাতন বলিয়া স্থাপন করেন ? রৈ। বেদশাস্ত্রে এইপ্রকার বৈষ্ণবধর্শ্বের শিক্ষা আছে। সমস্ত স্মৃতিশগুঞ্জ এষ্টপ্রকার বৈষ্ণবধৰ্ম্মের উপদেশ। সমস্ত আৰ্য্য ইতিহাস এই বৈষ্ণবধর্শ্বের গুণ গান করিতেছে !