পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br8 জৈবধৰ্ম্ম [ দশম বিচার উঠিবার সম্ভাবনা নাই। তত্ত্ববিচার হইলে, তবে প্রেম-কীৰ্ত্তনাদি যে কি বস্তু, তাহ! জানা যায় । দ্য । ভাল, পণ্ডিত ভাল নাই তাহ মানিলাম ; কিন্তু উচ্চশ্রেণীর ব্রাহ্মণগণ কেন আপনাদের বৈষ্ণবধৰ্ম্ম স্বীকার করেন না। ব্রাহ্মণবর্ণ সাত্ত্বিক। স্বভাবতঃ সত্যপথে ও উচ্চধৰ্ম্মেই ব্রাহ্মণের রুচি হয়। তবে কেন ব্রাহ্মণগণ অধিকাংশই বৈষ্ণবধৰ্ম্মের বিরোধী হন ? বৈ । আপনি জিজ্ঞাসা করিতেছেন বলিয়া আমি বলিতে বাধ্য হইতেছি। বৈষ্ণবগণ স্বভাবতঃ অন্ত লোকের চর্চা করেন না। দেখুন, যদি আপনার মনে দুঃখ ও ক্রোধ না হয় এবং সত্য জানিবার ইচ্ছা জন্মে, তবে আমি আপনাকার শেষ প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি । ন্তা। যাহা হউক, আমরা শাস্ত্র অধ্যয়ন করিয়া শম, দম ও তিতিক্ষার পক্ষপাতী। আমরা আপনার কথা সহ করিতে পারিব না, এমত নয়। আপনি স্পষ্টরূপে বলুন, আমি অবগু ভাল কথা স্বীকার করিব । বৈ। দেখুন, ঐরামানুজ, মধব, বিষ্ণুস্বামী ও নিম্বাদিত্য ইহারা সকলেই ব্রাহ্মণ। তাহাদের সহস্ৰ সহস্র ব্রাহ্মণ-শস্য। আবার গৌড়দেশে আমার মহাপ্রভু বৈদিক ব্রাহ্মণ । আমার নিত্যানন্দপ্রভু রাঢ়ীয় ব্রাহ্মণ । আমার অদ্বৈতপ্রভু বারেন্দ্র ব্রাহ্মণ। আমার গোস্বামী ও মহাস্তগণ অধিকাংশই ব্রাহ্মণ । সহস্ৰ সহস্ৰ ব্ৰহ্মকুলতিলক ঐবৈষ্ণবধৰ্ম্মের আশ্রয়। লইয়া এই নিৰ্ম্মল ধৰ্ম্ম জগতে প্রচার করিতেছেন । আপনি কেন বলেন, যে, উচ্চশ্রেণীর ব্রাহ্মণের বৈঞ্চমধৰ্ম্মে আদর করেন না ? আমরা জান, যে সকল ব্রাহ্মণ বৈষ্ণবধৰ্ম্ম আদর করেন, তাহারা অতি উচ্চশ্রেণীর ব্রাহ্মণ । তবে কুলদোষে, সংসৰ্গদোষে ও অসৎশিক্ষাদোষে কতকগুলি ব্রাহ্মণবংশীয় লোক বৈষ্ণবধৰ্ম্মের প্রতি বিদ্বেষ করেন । তদ্বারা তাহারা যে ব্রাহ্মণজ্বের, পরিচয় দেন, তাহ নয়। নিজের নিজের অসৌভাগ্যের ও অপগতিরই পরিচয়