পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সাধন ミo○ দাস বহু কষ্ট পাইয়। বহুদিন হইতে তোমার মন্ত্র জপ করিতেছে। একবার কৃপা কর। মা, আমি অনেক দোষে দোষী বটে, কিন্তু তুমি আমার মা, সমস্ত দোষ ক্ষমা কলিয়া অদ্য সাক্ষাৎকার প্রদান কর। এইরূপ আৰ্ত্তনাদ করিতে করিতে ন্যায়চূড়ামণি ন্যায়পঞ্চাননের নামে মন্ত্রান্থতি প্রদান করিলেন। মন্ত্রেব কি আশ্চৰ্য্য গতি ! সেই সময় আকাশটকে ঘোরমেঘে আচ্ছন্ন করিল। প্রবল বায়ু চলিতে লাগিল। বজনিনাদে কর্ণ বধির চইয় যাইতে লাগিল। মাঝে মাঝে বৈদ্যুতিক আলোকে কত বিকটাকাব ভূতপ্রেত দৃষ্টিপথে আসিতে লাগিল। চূড়ামণি কারণবলে সমস্ত স্বায়বীযশক্তি সঞ্চালনপুৰ্ব্বক বলিলেন,—ম, আব বিলম্ব করিবেন না। তখন আকাশপথে একটা দৈববাণী হইল—চিন্তা নাই। দ্যায়পঞ্চানন অধিক দিন দ্যায়বিচার কবিবেন না। স্বল্পদিনের মধ্যেই তিনি বিতর্ক পরিত্যাগ করিয়া নিস্তদ্ধ হইবেন । তুমি আর তাহাকে প্রতিদ্বন্দ্বিরূপে পাইবে না। এখন স্নিগ্ধ হইয়া ঘৰে যাও। এই দৈববাণী শ্রবণ করতঃ চূড়ামণি সন্তুষ্ট হইয়া তন্ত্রকর্তা দেবদেব মহাদেবকে বারবার দণ্ডবৎপ্রণাম করতঃ স্বীয় গৃহে গমন করিলেন । ব্ৰজনাথ দ্যায়পঞ্চানন একবিংশতি বৎসর বয়সে দিগ্বিজয়ী পণ্ডিত হইয়া পড়িলেন। অহোরাত্র শ্ৰীগঙ্গেশোপাধ্যায়ের গ্রন্থাবলী বিচার করিয়া থাকেন। কাণভট্ট শিরোমণি ষে দীধিতি লিখিয়াছেন, তাহাতে অনেক দোষ দেখাইয়া স্বতন্ত্র টিপ্পনী করিতে লাগিলেন। বিষয়চিন্তা কিছুমাত্র মাই। পরমার্থ শব্দ কখনই কর্ণগত হয় না। ঘট পট অবচ্ছেদ ব্যবচ্ছেদ ইত্যাদি শব্দ যোজনাপূর্বক তর্ক স্বষ্টি করাই তাহার জীবনের কার্য্য হইয়। পড়িল। শরমে স্বপনে ভোজনে গম্বনে জলীয়বিশেষ, পার্থিববিশেষ, দ্রব্য, কাল এই সকল চিত্তা তাহার হৃদয়ে জারূঢ় ছিল। একদিন সন্ধ্যার সময় -बर्थनांक्ष अंक्रांडीौटन cभोउरयां५ ८षांछनननांcर्षप्रं विष्ठांब्र कब्रिएउटाइन, थवठ