পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ জৈবধৰ্ম্ম [.গ্রয়োদশ শ্রেষ্ঠতা প্রতিপন্ন হঠয়াছে । বেদ কোন স্থলে অন্বয়-পদ্ধতি আশ্রয় করিয়া ভগবানের নিত্যলীলার উদ্দেশ করিয়াছেন এবং অনেক স্থলে ব্যতিরেকপদ্ধতি অবলম্বন করিয়া ব্ৰহ্ম ও পরমাত্মার মহিমা বর্ণন করিয়াছেন । বস্তুত:, কৃষ্ণকে বর্ণন কৰাই বেদের প্রতিজ্ঞ । ব্র । বাবাজী মহাশয, ভগবান শ্ৰীহবি যে পরমতত্ত্ব—ইগতে সন্দেহ নাই ; কিন্তু ব্ৰহ্মা, শিব, ইন্দ্র, স্বৰ্য্য, গণেশ প্রভৃতি উপাস্তদেবগণের যথার্থ স্থিতি কি ?—তাহা বলুন। ব্রাহ্মণবর্গ শ্ৰীমহাদেবকে সব্বোপরি বন্ধতত্ত্ব বলিয়া স্থির করেন । আমরা সেই ব্রাহ্মণঘরে জন্মগ্রহণ করিয়া বালককাল হইতে তাহাই শুনিতেছি ও বলিতেছি । ইহাতে যে তত্ত্ব নিহিত আছে, তাঙ্গ বলুন । বা। সাধারণ জীবগণ, উপাস্ত দেব ও দেবীগণ এবং ভগবান— ইহঁাদের মধ্যে যে গুণ-তারতম্য, তাহা বলিতেছি, শ্রবণ কর । কৃষ্ণগুণবর্ণনে অদ্যান্তেব গুণপরিমাণ নির্ণীত হইয়াছে ; যথা মীমাংসক-বাক্য, ( ভঃ রঃ সি: দঃ ১ম লঃ ১১, ১৪-১৮ )–(১) ( ১ ) এই নায়ক কৃষ্ণ ১ স্বরম্যাঙ্গ, ২ সৰ্ব্বসৎলক্ষণযুক্ত, ৩ সুন্দর, ৪ মহাতেজা, ও বলবান, ৬ কিশোর-বয়সযুক্ত, ৭ বিবিধ অভূতভাষাজ্ঞ, ৮ সত্যবাক্, ৯ প্রিয়বাক্যযুক্ত, 3. o বাবলুৰু অর্থাৎ বাকৃপটু(বা শ্রুতিমধুর-রসালঙ্কারাদিযুক্তবচন প্রয়োগক্ষম), ১১ সুপণ্ডিত, ১২ বুদ্ধিমান, ১৩ প্রতিভাযুক্ত, ১৪ বিদগ্ধ অর্থাৎ কলাবিলাসকুশল বা রসিক, ১৫ চতুর, ১৬ দক্ষ, ১৭ কৃতজ্ঞ, ১৮ হুদূঢ়ব্ৰত, ১৯ দেশকলপাত্রজ্ঞ, ২• শাস্ত্রদৃষ্টিযুক্ত, ২১ শুচি, ২২ বশী অর্থাৎ জিতেন্দ্রিয়, ২৩ স্থির, ২৪ দান্ত, ২৫ ক্ষমাশীল, ২৬ গম্ভীর, ২৭ খৃতিমান, ২৮ সমদর্শন, ২৯ বদান্ত, ৩• ধাৰ্ম্মিক, ৩১ শুর, ৩২ করুণ, ৩৩ মানদ, ৩৪ দক্ষিণ (সরল, উদায়ু), ৩৫ বিনয়ী, ৩৬ লজ্জাযুক্ত, ৩৭ শরণাগতপালক,৩৮ স্বর্থী, ৩৯ ভক্তবন্ধু, ৪• প্রেম...t. नर्तिश्शकान्नैौ, s२ थडां★ी, s७ कौडिंभान्, as cजांकनभूश्ब्र अष्ट्रब्रांश-छांछन, se সজ্জন পক্ষাশ্রিত, ৪৬ মারীমনোহারী, ৪৭ সৰ্ব্বারাধ্য, ৪৮ সমৃদ্ধিমান, ৪৯ শ্রেষ্ঠ ও • • ঐশ্বৰ্য্যযুক্ত। এই পঞ্চাশটা গুণ বিলুবিন্দুরূপে সৰ্ব্বজীবে আছে, কিন্তু কুকে এই পঞ্চাশ ও৭