পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8이 - জৈবধৰ্ম্ম [ দ্বাদশ তাহা সমস্ত দিন বিচার করিয়া বিপুল আনন্দলাভ করিলেন। মনে করিলেন, আহা শ্ৰীগৌরাঙ্গের কি অপূৰ্ব্ব শিক্ষা ! শুনিয়া শুনিয়া আমার হৃদয় যেন অমৃতে পরিপূর্ণ হইতেছে। বাবাজী মহাশয়ের মুখে যতই শুনিতেছি, ততই পিপাসা বৃদ্ধি হইতেছে। সিদ্ধাস্তের কোন অংশই অসঙ্গত নয়—যথাশাস্ত্র বলিয়া প্রতীতি হইতেছে । কেন যে ব্রাহ্মণসমাজে ইহার নিন্দ শুনিতে পাই, তাহ বুঝিতে পারি না । বোধ হয়, মায়াবাদের পক্ষপাতিত্বই ব্রাহ্মণমণ্ডলীর অপসিদ্ধান্তের কারণ । এইরূপ ভাবিতে ভাবিতে নির্দিষ্ট সময়ে ঐরঘুনাথদাস বাবাজীর কুটীরে ব্ৰজনাথ পৌছিয়া প্রথমে কুটারকে, পরে বাবাজী মহাশয়কে দর্শন করিয়া দণ্ডবৎ প্রণাম করিলেন । বাবাজী মহাশয় পরমানন্দে তাহাকে আলিঙ্গন করিয়া নিকটে বসাইলেন। ব্ৰজনাথ ব্যাকুল হৃদয়ে ললিলেন,—প্রভো, শ্ৰীদশমূলের তৃতীয় মূলশ্লোক শুনিতে বাসনা করি, অনুগ্রহ করিয়া বলুন। বাবাজী মহাশয় পুলকিতশরীরে বলিতে লাগিলেন,— পরাখ্যায়াঃ শক্তেরপৃথগপি স স্বে মহিমনি স্থিতো জীবাখ্যং স্বামচিদভিহিত্যং তাং ত্রিপদিকাং । স্বতন্ত্রেচ্ছাশক্তিং সকলবিষয়ে প্রেরণ পরঃ বিকারান্তৈ শূন্তঃ পরমপুরুষোহয়ং বিজয়তে ॥ ৩ ॥ র্তাহার অচিস্ত্যপরাশক্তি হইতে তিনি অভিন্ন হইয়াও স্বতন্ত্র ইচ্ছাময় । সেই পরম পুরুষ স্বমহিমম্বরূপে নিত্য অবস্থিত। জীবশক্তি চিচ্ছক্তি ও মায়াশক্তিরূপ-ত্রিপদিক পরাশক্তিকে উপযুক্ত বিষয় ব্যাপারে সর্বদা প্রেরণ করিতেছেন। তাহা করিয়াও স্বয়ং নিৰ্ব্বিকার পরমতত্ত্বরূপ ভগবান পূর্ণরূপে নিত্য বিরাজমান। ত্র। ব্রাহ্মণমণ্ডলী বলেন যে,—পরমতত্ত্ব ব্রহ্মাবস্থায় লুপ্তশক্তি এবং ঈশ্বরাবস্থায় ব্যব্রুশক্তি। এ বিষয়ে বেদ-সিদ্ধান্ত কি ?