পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રG 8 জৈবধৰ্ম্ম [ চতুর্দশ পরমসৌভাগ্যবান্‌—তাহারা শ্ৰীগৌরাঙ্গের পার্ষদ। অনেক পুণ্যপুঞ্জব্রুমে শ্ৰীনবদ্বীপপসি-লাভ হয়। শ্ৰীবৃন্দাবনে কোন রস অপ্রকাশ ছিল, তাহ শ্ৰীনবদ্বীপে প্রকটিত হইয়াছেন। সেই রসেব অধিকারী হইলেক্ট তাহার অনুভব হইবে। ত্র । শ্ৰীনবদ্বীপধামের আয়তন কি ? বা। শ্রীনবদ্বীপপামের ষোলক্ৰোশ পরিধি । ধামটী অষ্টদল-পদ্মের আকার-অষ্টদলে অষ্টদ্বীপ ও মধ্যভাগে কণিকাব । সীমস্তদ্বীপ, গোক্রমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ দ্বীপ, মোদক্রমদ্বীপ এবং রুদ্রদ্বীপ—এই আটটী দ্বীপে অষ্টদল ; অস্তদ্বীপ মধ্যভাগে ; অস্তদ্বীপের মধ্যস্থল শ্ৰীমায়াপুর। এই নবদ্বীপধামে, বিশেষতঃ শ্ৰীমায়াপুবে, সাধন করিলে জীল অচিরে প্রেমসিদ্ধি লাভ করেন। শ্ৰীমায়াপুরেব মধ্যভাগে মহাযোগপীঠরূপ শ্ৰীজগন্নাথ মিশ্রের মন্দির। সেই যোগপীঠে শ্ৰীগৌরাঙ্গদেবের নিত্যলীলা ভাগ্যবানগণ দর্শন করেন। ব্র। শ্ৰীগৌরাঙ্গদেবের লীলা কি স্বরূপ-শক্তিব কাৰ্য্য ? বা। শ্ৰীকৃষ্ণলীলা যেরূপ স্বরূপ-শক্তির ক্রিয়া, গৌরাঙ্গলীলাও তদ্রুপ । শ্ৰীকৃষ্ণে ও গৌরাঙ্গে কিছুমাত্র ভেদ নাই । শ্ৰীস্বরূপ গোস্বামী স্বীয় কড়চায় বলিয়াছেন, (চৈঃ চ: আদি ১/৫ )— রাধাকৃষ্ণপ্রণয়বিকৃতিহলদিনীশক্তিরক্ষ্মাদেকাত্মানাবপি ভুবি পুরা দেহভেদং গতে তেী । চৈতন্ত্যাখ্যং প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তঃ রাধাভাবছাতিমুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম্ ॥ (১) (১) রাধাকৃষ্ণের প্রণয়বিকৃতিরূপ হলদিনীশক্তিক্রমে রাধাকৃষ্ণ স্বরূপতঃ একাত্ম হইয়াত বিলাসতত্ত্বের নিত্ব্যত্বপ্রযুক্ত রাধাকৃষ্ণ-নিত্যরূপে স্বরূপদ্বয়ে বিরাজমান। সেই দুই তত্ত্ব সম্প্রতি একস্বরূপে চৈতস্ততত্ত্ব রূপে প্রকট, অতএব রাধার ভাব ও দু্যতিদ্বারা সুবলিত ( যুক্ত ) সেই কৃষ্ণস্বরূপকে প্রণাম করি ।