পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ (tઝ জৈবধৰ্ম্ম [ পঞ্চদশ হৃদয়ঙ্গম হইলে আবার অমৃতময় নূতন উপদেশ লষ্টব—এরূপ মনে করিয়া আনন্দের সঙ্গিত শ্ৰীবাস-অঙ্গনে গমন করেন। পঞ্চদশ অধ্যায় নিত্যপ্রম্ম ও সম্বন্ধাভিপ্রেক্স প্রয়োজন ( প্রমেয়ান্তর্গত জীববিচার ) জীবতত্ত্ব জিজ্ঞাসা—জাবের স্বরূপ—তটস্থ শক্তি ও জীবের তটস্থ স্বভাব-জীব মায়াশূন্ত গঠন ইহলেও মায়াব অভিভাব্য—জীব সম্বন্ধে বিচিত্র মায়াবাদ-খণ্ডন—চিচ্ছক্তি ও জীব —কুষ্ণের পৃথক পৃথক্ শক্তি হইতে পৃথক্ পৃথক্ তত্ত্বেব প্রকটন—জাবের নিত্যত কিরূপ— জড়াতীত বোধোদয়ের পূৰ্ব্বে চিদ্ব্যাপার বোধযোগ্যতাভাব—হরিনামের অনুশীলনেই তদবোধোদয়—চিদ্ব্যাপারে জড়ব্যাপারেব উদাহরণ প্রাদেশিক মাত্ৰ—চিদ্ধৰ্ম্ম ও জড়ধর্মের ভেদ —উদাহরণ-বিচার—কৃষ্ণলীলার অধিকার-ভেদে প্রকৃতি-ভেদ—জাব ও ঈশ্বরের ভেদাভেদ — অভেদাংশ–ভেদাংশ বিচার—জীবের নিত্য স্বরূপ—জন্ম গুর—স্থূলদেহ, লিঙ্গদেহ ওঅপ্রাকৃত দেহ—লিঙ্গপরিচয়-লিঙ্গশরীর—মন, বুদ্ধি ও অহঙ্কার—মুক্ত অবস্থাতেও পত্তনাশঙ্ক । অস্ত ব্ৰজনাথ একটু শীঘ্রই শ্ৰীবাস-অঙ্গনে পেী ছলেন। সন্ধ্যা-আরত্রিক দেখিবার জন্ত সে দিবস শ্ৰীগো ক্রমবাসি-ভক্তগণ শ্রীশ্বাস-অঙ্গনে সন্ধ্যার পূৰ্ব্বেই পৌছিয়াছিলেন। ত্রপ্রেমদাস পরমহংস-বাবাজী, বৈষ্ণবদাস ও অদ্বৈতদাস প্রভৃতি সকলেই আরাত্রিকের মওপে বসিলেন। ব্ৰজনাথ শ্ৰীগোক্রমবাসি-বৈষ্ণবদিগের ভাব দেখিয়া মনে মনে করিলেন—“আমি সত্বৰেই ইহাদের সঙ্গলাভ কৃয়ি চরিত্যুর্থ হইব। ব্ৰজনাথের স্বনঙ্ক মুখস্ত্র ও ভক্তিময়ী মূৰ্ত্তি দেখিয় তাহার। সকলেই তাহাকে আশীৰ্ব্বার করিলেন। অল্পক্ষণের মধ্যেই তাহারা দক্ষিণাভিমুখে ঐগোক্রম যায়৷