পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীগোক্রমচন্দ্রায় নমঃ প্রথম অধ্যায় জীবের নিত্য ও নৈমিত্তিক ধৰ্ম্ম C3 년3 সন্ন্যাসি সংবাদ--সন্ন্যাসীব পবিচর—প্রেমদাসের দৈপ্ত—উভয়ের SSBBBB BBBSSSBBBSBBB BBBDSYDBBBBB BBBBBB BBB BBSBBS প্রশ্ন—ধৰ্ম্মতত্ত্বব্যাখ্য{—নিত্য ও নৈমিত্তিক ধৰ্ম্ম-পাথক্য— বস্তু ও স্বভাব-ব্যাখ্য—বাস্তব বস্তু ও অবাস্তব বস্তু—জাবের স্বরূপ—জীব কৃষ্ণের অংশ–রঞ্চ ও জীবের পরস্পর সম্বন্ধ— তটস্থ শক্তি ভগবান-জীব-মায় পারমর্থিক সত্য—ভেদাভেদ - নিতাভেদের নিত্য -পরিচয়—জীবেল নিত্যধৰ্ম্ম ও নৈমিত্তিক ধৰ্ম্মের পার্থক্য । পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ । জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ প্রধান। ভারতের মধ্যে গৌড়ভূমি সৰ্ব্বোত্তম। গৌড়দেশের মধ্যে শ্ৰীনবদ্বীপমণ্ডল পরম উৎকৃষ্ট । শ্ৰীনবদ্বীপমগুলের একদেশে ভাগীরথীকুলে শ্ৰীগোক্রম নামে একটী রমণীয় জনপদ নিত্য বিরাজমান। শ্ৰীগোক্রমের উপবনে প্রাচীনকালে অনেকগুলি ভজনানন্দী পুরুষ স্থানে স্থানে বাস করিতেন। যে স্থলে কোন সময়ে ঐসুরভি স্বীয় লতামগুপে ভগবান গৌরচন্দ্রের আরাধনা করিয়াছিলেন, তাহার অনতিদূরে প্রত্যুম্নকুঞ্জ নামে একটা ভজনকুটার ছিল । তথায় নিবিড় লতাচ্ছন্ন একটা কুটরের মধ্যে শ্ৰীভগবৎপার্ষদপ্রবর প্রত্যুম্ন ব্রহ্মচারীর শিক্ষা-শিষ্য ক্রপ্রেমদাস পরমহংস বাবাজী মহাশয় নিরস্তর ভজনানন্দে কালষাপন করিতেন ।