পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 N9 জৈনধৰ্ম্ম ষোড়শ করিয়া জানা আবশ্যক—শ্ৰীগুরুদেবের চরণে ইহা কলা জিজ্ঞাসা করিব । এষ্টরূপ চি স্থা করিতে করিতে দ্বিপ্রহর-রাত্রে নিদ্রাদেবী চৌর্যাবৃত্তি ক্রমে র্তা তাকে অচেতন করিলা ফেলিলেন । শেষরাত্রে ব্রজনাথ স্বপ্নে দেখিতেছেন যে, তিনি সংসার পবিত্যাগ করিয়া বৈষ্ণববেশ ধারণ করিয়াছেন । নিদ্রাভঙ্গে উঠিয় বিচার করিতে লাগিলেন যে, প্রভূ বুঝি, আমাকে সংসার তষ্টতে বাতির করিবেন। নিজেব চণ্ডীমণ্ডপে বসিয। আছেন, এমন সময বিদ্যাথিগণ আসিয়া তাহার চরণে প্রণাম করতঃ কহিতে লাগিল,—আমরা আপনার নিকট কত দ্যায়ের ফাকি শিক্ষা করিয়াছি ; আমাদের আশী এই যে, আপনি আমাদিগকে কুসুমাঞ্জলি শিক্ষা দেন। ব্ৰজনাথ বিনয় করিম কহিলেন,—আমি শ্রীনিমাই পণ্ডিতের ন্যায় পুস্তকে ডোর দিযাছি । আমি অন্য পন্থা দেখিব, মানস করিয়াছি, তোমরা অন্ত অধ্যাপকের নিকট গমন কর। বিদ্যার্থগণ ক্রমশঃ প্রস্থান করিতেছেন, এমন সমযে শ্ৰীচতুভূজ মিশ্র ঘটক আসিয়া ব্ৰজনাথের পিতামহীর নিকট ব্ৰজনাথের বিবাহের একটী সম্বন্ধ প্রস্তাব করিলেন ; কহিলেন,—বিজয়নাথ ভট্টাচায্যের কৌলিন্ত আছে, কন্যাট স্বরূপ, তোমাদের উপযুক্ত ঘর ও বটে ; ভট্টাচাৰ্য্য ব্ৰজনাথকে কন্যা দিতে পারিলে কিছু পণ লইবেন না। এজনাথের পিতামহী সম্বন্ধ-প্রস্তাব শুনিয়া আহলাদিত হইলেন। ব্ৰজনাথ মনে মনে করিলেন—এ কি বিপদ! কোথায় সংসার ছাড়িবার বাসন কবিতেছি, এমন সময় কি বিবাঙ্গের ংবাদ ভাল লাগে ? জননী, পিতামঙ্গী এবং অন্যান্ত কুলবৃদ্ধাগণ একদিকে এবং ব্ৰজনাথ স্মার একদিকে হষ্টয়া নানাবিধ কথা কাটাকাটি চলিতে লাগিল ; সে দিবসট এইরূপেই গেল । সন্ধ্যার সময় হষ্টতে মেঘাড়ম্বর হইয়া বৃষ্টি আরম্ভ হইল ; সে দিন ব্ৰজনাথের মায়।পুর যাওয়া হইল না ; রাত্রি অভিবাষ্টিত হইল। পর দিবস বিবাহের কথা লইয়া নানা কুতর্ক