পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ՀԳՀs ব্র । কৃষ্ণ পবম-করুণাময, তিনি জীবকে এরূপ দুৰ্ব্বল করিয়া কেন স্থাপন করিয়াছেন, যে দুৰ্ব্বলতাক্রমে জীব মায়াভিনিবেশে পতিত হয় ? বা । কৃষ্ণ করুণাময বটে, তথাপি তিনি লীলাময়। নানা অবস্থায় জীবের সহিত নানারূপে লীলা হইবে—এই ইচ্ছায় তিনি জীবকে আদি তটস্থ অবস্থা হইতে পবমোচ্চ ‘মহাভালাদি ব্যাপিয়া অনন্ত উন্নত পদেব উপযোগী করিয়াছেন এবং উপযোগিতাব সুবিধা ও দৃঢ়তার জন্য অতিনিম্নে মায়িক জডেব সহিত অভেদ—“অহঙ্কার’ পৰ্য্যস্ত, পরমানন্দ-লাভের অনন্ত বাধাস্বরূপ মাৰিক অধোমান সৃষ্টি করিয়াছেন । অধোমানগত জীবসকল স্বরূপার্থহীন, নিজমুখকব ও কৃষ্ণবিমুখ ; এই অবস্থায় জীব যত অধোগমন করিতে থাকেন, পরম কাকণিক কৃষ্ণ সপর্যদে ও স্বধামের সহিত তাহাদের সম্মুখীন হষ্টমা তত উচ্চগতিব সুবিধা প্রদান করেন। যে জীব সেই সুবিধা গ্রহণপূর্বক উচ্চগতি স্বীকার করেন তাহার ক্রমশ: চিদ্ধাম পৰ্য্যন্ত গমন ও নিত্যপার্ষদদিগের অবস্থাসাম্য সম্ভব হয় । ত্র । ঈশ্বরেব লীলার জন্য জীলসকল কেন কষ্ট পায় ? বা । স্বতন্ত্র বাসনা-লাভ জীবের পক্ষে বিশেষ অনুগ্রহ-লাভ বলিতে হইবে ; কেননা, স্বতন্ত্রবাসনাচীন জডবস্তু নিতান্ত হেয় ও তুচ্ছ ; জীব সেই স্বতন্ত্র বাসন লাভ করিয়া জড়জগতের প্রভূত লাভ করিয়াছে। ‘ক্লেশ’ ও ‘মুগ’ মনের গতি । যাহাকে আমরা ‘ক্লেশ বলি, তদাসক্ত ব্যক্তি তাহাকে ‘মুখ’ বলে । সমস্ত বিষষমুখের উদর্কফল অর্থাৎ চরমফল দুঃখ বই আর কিছুই নয়। চরমে বিষয়াসক্ত পুরুষ দুঃখ পায় ; সেই দুঃখ কঠিনতর হইলেই অমিশ্ৰ-মুখের বাসনা জন্মায় ; সেই বাসনা হক্টতে বিবেক, বিবেক হইতে জিজ্ঞাস, জিজ্ঞাসার সময় সাধুসঙ্গ ও শ্রদ্ধোদয়, শ্রদ্ধোদয় হইলে উৰ্দ্ধমানে আরূঢ় হয় ; অতএব ক্লেশট চরমে শুভপ্রদ। মলযুক্ত কাঞ্চনকে দগ্ধ করিলে ও পেষণ করিলে স্বর্ণ নিৰ্ম্মল হয় ; জীবও সেইরূপ