পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] জীবের নিত্য ও নৈমিত্তিক ধৰ্ম্ম \ව সেবা করিতে যোগ্য ? কমণ্ডলু রাখিয়া যতীশ্বর তখন করযোড়ে কহিতে লাগিলেন—

  • প্রভো, আমি আতিশয় ভাগ্যতীন । সাংখ্য, পাতঞ্জল, ন্যায়, বৈশেষিক, উত্তরপূৰ্ব্বমীমাংসাদ্বয় এবং উপনিষদাদি বেদান্তশাস্ত্র বারাণস্তাদি বহুবিধ পুণাতীর্থে প্রচুব অধ্যয়নপূর্বক শাস্ত্রতাৎপৰ্য্যবিতর্কে অনেক কালযাপন করিয়া প্রায় দ্বাদশ বৎসর হইল শ্রীল সচ্চিদানন্দ সরস্বতী পাদের নিকট দণ্ড গ্রহণ করিয়াছি । দণ্ড গ্রহণ করিয়া সৰ্ব্বতীর্থ ভ্রমণ করিতে করিতে ভাবতের সব্বত্র শঙ্কর সন্ন্যাসীদিগের সঙ্গ করিয়াছি। কুটিচক, বহুদক, হংস এই তিন অবস্থা অতিক্ৰমপূৰ্ব্বক কিছুদিন পরমহংসপদ লাভ করিয়াছিলাম । মোনাবলম্বনপূৰ্ব্বক বারাণসীক্ষেত্রে “অহং ব্রহ্মান্মি’, “প্রজ্ঞানং ব্ৰহ্ম’, ‘তত্ত্বমসি’ প্রভূতি শ্ৰীশঙ্করোদিত মঙ্গবাক্য আশ্রয় করিয়াছিলাম। একদিবস কোন সাধুবৈষ্ণব উচ্চৈঃস্বরে হরিলীলা গান করিতে করিতে আমার সম্মুখ দিয়া চলিয়া গেলেন । আমি চক্ষু উন্মীলন করতঃ দেখিলাম যে, সেই বৈষ্ণব অশ্রুধারায় স্নাত এবং তাঙ্গার সর্বশরীর পুলকে পরিপূর্ণ। গদগদ স্বরে “শ্ৰীকৃষ্ণচৈতন্ত্য প্রভু নিত্যানন্দ” এই নামটী বলিতেছেন ও নৃত্য করতে করিতে স্থলিতপদ হইয়া পড়িয়া যাইতেছেন । তাহাকে দেখিয়া ও তাহার গান শ্রবণ করিয়া আমার হৃদয়ে যে কি একটা অনিৰ্ব্বচনীয় ভাল উদয় হইল, তুাহা আমি আপনার নিকট বর্ণন করিতে অক্ষম । ভাব উদয় হইল বটে, তথাপি স্বীয় পরমহংস-পদ-মৰ্য্যাদা রক্ষা করিবার জন্ত আমি আর তাহার সহিত আলাপ করিতে পারিলাম না । হা ধিক্ ! ধিক্ আমার পদমর্য্যাদা ! ধিক্ আমার ভাগ্য ! কেন বলিতে পারি না, সেইদিন হইতে আমার চিত্ত শ্ৰীক্লষ্ণচৈতন্তের শ্রীচরণে আকৃষ্ট হইল । পরে আমি ব্যাকুল হইয়া সেই বৈষ্ণবটির অনেক অন্বেষণ করিলাম । কিন্তু তাহকে আর দেখিতে পাইলাম না । আমি দেখিলাম