পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२>~२ জৈবধৰ্ম্ম [ ষোড়শ পক্ষে অনুচিত ও দোষ ; সেই দোষে দুষ্ট হইলে জীব মায়া-পিশাচীর দণ্ড্য হইয়া পড়েন। মায়িক জগৎট দণ্ডাজীবের কারাগার ; রাজা যেমন প্রজাদিগের প্রতি দয়া করিয়া কারাগার স্থাপন কবেন, কৃষ্ণও তদ্রুপ জীবের প্রতি অপাব ককণা প্রকাশ করত: জড়জগৎকপ কারাগার এবং জড় মায়ারূপ কারাকত্রীকে স্থাপন করিয়াছেন । ব্র। জড়জগৎ যদি কাবাগার হইল, তলে তত্ত্বাচিত নিগড় কাহাকে বলি ? বা । মায়ার নিগড় তিন প্রকার—সত্বগুণনিৰ্ম্মিত নিগড়, বজোগুণনিৰ্ম্মিত নিগড ও তমো গুণনিৰ্ম্মিত নিগড ; দ গুfজাবসকলকে যথাযথ ঐ তিন নিগড়ে আবদ্ধ করেন । জীব সাত্ত্বিকই হউন, রাজসিক হউন বা তামসই তউন, সকলেই নিগড়বদ্ধ। স্বর্ণনিগড়, বোপানিগড় ও লৌহনিগড় —ইগরা ধাতুতে ভিন্ন হইলেও, সকলেই নিগড বষ্ট আব ভাল দ্রব্য নয । ব্র । চিৎকণবিশিষ্ট জীবকে মায়িকনিগড় কি প্রকারে বাধিতে পারে? বা । মায়িকবস্তু চিদ্বস্তুকে স্পর্শ কবিতে অক্ষম । জীব ‘আমি মায়াভোক্তা”—এই অভিমান করিবামাত্র জীবের জড়াহঙ্কাররূপ লিঙ্গাবরণ হইয৷ পড়ে ; সেই লিঙ্গাবৃত জীবের পদদ্বয়ে মায়িক নিগড প্রযুক্ত হয় । সাত্ত্বিকঅহঙ্কারবিশিষ্ট জীলসকল উচ্চলোকবাসী দেবতা, তাহাদের পদদ্বয়ে সাৰিকবা স্বর্ণনিগড় প্রযুক্ত হয ; বাজস-জীবসকল দেবতা ও মমুম্ভভাবমিশ্র, তাহাদের পদে রৌপ্য ব) রাজস-নিগড় ; তামস-জীবসকল পঞ্চ-মকারীর জড়ানন্দে মত্ত, তাহাদের পদে তামসিক বা লৌহ নিগড় প্রযুক্ত আছে। সেই নিগড়বদ্ধ-জীবসকল কাবাগৃহের বাহিরে যাইতে পারে না—বহুপ্রকার ক্লেশনিকরৰার আবদ্ধ থাকে । ব্র । মায়ার কারাগারে বদ্ধজীব কি কি প্রকার কৰ্ম্ম করেন ? ব। আদেী, জীবের মায়িক বিষয়-ভোগবাসনামুসারে সেই ফল