পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ২৮৩ লাভের উপযোগী যে সকল কৰ্ম্ম, তাহ করেন ; দ্বিতীয়তঃ, নিগড়বদ্ধ হুইলে যেসকল ক্লেশ উদিত হয়, তাহার নিবৃত্তির চেষ্টা করেন। ব্র। যে দুইপ্রকার কৰ্ম্ম করেন, তন্মধ্যে প্রথম প্রকার কৰ্ম্ম একটু বিস্তৃতরূপে বলুন। বা। স্থল-আবরণটা জডীয় স্থূলশবীর ; তাহার ছয়ট অবস্থা—জড়শরীরের জন্ম, তাহার অস্তিত্ব, তাহার হ্রাস, তাহার বুদ্ধি, তাহার পরিণাম ও তাহার অপক্ষয়—এই ছয়টা বিকার স্থলদেহের ধৰ্ম্ম ; ক্ষুধা, তৃষ্ণা, প্রভূতি—জড়দেঙ্গের অভাব। জড়দেহস্থিত জীব ভোগবাসনার দ্বার চালিত হইয়া আহার, নিদ্র, সঙ্গ ইত্যাদির বশীভূত। বিষয় ভোগ করিবাব জন্ত তিনি নানাবিধ কাম্যকৰ্ম্ম কবেন—দেহের জন্ম হইতে চিতারোহণ পর্য্যন্ত দশবিধ কৰ্ম্ম করেন ; বেদবিহিত অষ্টাদশ প্রকার অপরযজ্ঞস্বরূপ কৰ্ম্মাচরণ করেন ; আশা কবেন এই যে, এই স্থলশরীরে কৰ্ম্মমাগীয় পুণ্য সঞ্চয় করত: স্বর্গে দেবভোগ্য বিষয়লাভ করিব, এবং মৰ্ত্তলোকপ্রবেশের সঙ্গে ব্রাহ্মণাদির গুহে জন্মগ্রহণ করতঃ সৰ্ব্বপ্রকার মুখলাভ করিব’ ; অথবা বদ্ধজীব অধম্মাশ্রয কবতঃ পাপাচরণদ্বারা ইন্দ্রিয়মুখ ভোগ কবেন। প্রথমোক্ত-ধৰ্ম্মকার্য্যের দ্বারা স্বৰ্গাদি লাভ করত: তথায় ভোগসমাপ্তির পর পুনরায় মর্ত্যদেহ লাভ করেন ; শেষোক্ত পাপাচরণদ্বারা বহুবিধ নরকে প্রবেশ করতঃ ভোগাস্তে মর্ত্যদেহ লাভ করেন । এষ্ট প্রকার কৰ্ম্মচক্রে পড়িয়া মায়াবদ্ধজীব অহরহ: বিষয়ভোগযত্নে ও আস্বাদনে অনাদিকাল হুইতে ভ্রমণ কবিতেছেন ; মধ্যে মধ্যে পুণ্যকৰ্ম্মফলে ক্ষণিকমুখ ও পাপকৰ্ম্মফলে ক্ষণিকছুঃখ ভোগ করিতেছেন । ব্র । দ্বিতীয়প্রকার কৰ্ম্ম ভালরূপে বলুন । বা ! স্থলদেহস্থিত জীব স্থলদেহের অভাবজালে কষ্ট পাইয়৷ তন্নিবারণে অনেক প্রকার কৰ্ম্ম করিয়া থাকেন-ক্ষুস্তৃষ্ণা-নিবারণের জন্ত আহাৰ্য্য ও