পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ জৈবধৰ্ম্ম [ সপ্তদশ রাখিবে? দাদা, আমাদের সকলের অনুরোধ—তুমি বিবাহ কর। ব্ৰজনাথ বলিলেন,—ভাই, আমাকে তুমি কেন বৃথা জালাও ? আমি আজকাল গৌরসুন্দরের ভক্তগণের আশ্রয় লইতেছি, সংসার করিব বলিয়া ইচ্ছা নাই ; শ্ৰীমায়াপুরে বৈষ্ণবদের নিকট বসিয়া বড় আনন্দ লাভ করি। সংসার আমার ভাল লাগে না—আমি হয় সন্ন্যাস আশ্রম গ্রহণ করিব, নয় বৈষ্ণবদিগের পদাশ্রিত হইয়া থাকিব ; তোমাকে অন্তরঙ্গ জানিয়া একথা বলিলাম—তুমি কাহারও নিকট একথা প্রকাশ করিবে না । বাণীমাধব ভাব দেখিয় মনে মনে কবিল, ইহাকে সোজা-পথে পা ওয়া যাইবে না,— ইহার সহিত একটা চাল চালিতে হইবে। ধূৰ্বতা ক্রমে মনের ভাব সমস্ত গোপন করিয়া বাণীমাধব কহিল,—আমি তোমার সমস্ত কায্যেব সহায় ; তুমি যখন টােলে পড়িতে, আমি তোমার পথি বহিয়া যাইতাম ; তুমি এখন সন্ন্যাস করিবে, আমি তোমাব দণ্ড-করঙ্গ বহিব। ধূৰ্ব লোকের দুইটা জিহা—একজনের কাছে একরকম বলে এবং অন্তের নিকট অন্য রকম বলিয়া অমঙ্গল উৎপাদন করে ; তাহাদের হৃদয়ের কথা শীঘ্র পাওয়া যায় না ; মুখটা মধুমাখা, হৃদয়ট বিষে ভরা । বাণীমাধবের মিষ্টকথা শুনিয়া ব্ৰজনাথ কহিলেন,—ভাই, চিরদিন তোমাকে হৃদয়-মুহৃদ বলিয়। জানি ; ঠাকুর-মা স্ত্রীবুদ্ধি, গম্ভীর-বিষয়ে তাহার কিছুমাত্র জ্ঞান নাই ; কষ্ঠা জুটাইয়া আমাকে সংসার-নিবরে ফেলিবেন—এই মানসে অনেক ছন্দোবন্ধ করিতেছেন, তুমি তাহাকে বুঝাইরা নিবৃত্ত করিতে পারিলে আমি তোমার নিকট চিপঞ্চণী হই। বাণীমাধব বলিল,—শৰ্ম্মবাম থাকিতে তোমার ইচ্ছার বিরুদ্ধে কেহ কিছু করিতে পারিবে না ; দাদা, একটা কথা আমাকে হৃদয় খুলিয়৷ বল, তবে আমি তোমার পক্ষে যাহা কর্তব্য, তাহ করি ; আমি জিজ্ঞাসা করি, সংসারে তোমার বৃণ কেন হইতেছে ? কাহার পরামর্শে