পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধভিধেয়প্রয়োজন వను(t তাহীদের কু পরামর্শদ কল তোমাদের বলিয়া যাইব । আমার বিযয় তাহাকে, কিছু বলিবে না—বলিলে, তোমার আরও অনিষ্ট করিবে ; আমি অস্ত চলিলাম। এই বলিয়া বাণীমাধব স্বগৃহে প্রস্থান করিলেন। মধ্যাহ্নে আহার করিয়া বাণীমাধব ব্রজনাথের কাছে গিয়া কথায় কথায় বলিলেন—দাদা, আমি কাৰ্য্যগতিকে অদ্য প্রাতে মায়াপুর গিয়াছিলাম ; সেখানে একটা বৃদ্ধবৈষ্ণব দেখিলাম—সেন্ট বা রঘুনাথ দাস বাবাজী হয। তাতার সঠিত একটু কথোপকথন করিতে করিতে তোমার প্রসঙ্গ হঠল । তোমার সম্বন্ধে সে একটা এমন ঘৃণিত কথা বলিল যে, সেরূপ বাক্য কেহ ব্রাহ্মণের প্রতি প্রযোগ করে না ; অবশেষে বলিল,— ব্ৰজনাথকে ৩৬ জাতির পাত্রাবশিষ্ট খাওয়াইয় তাহার বামনাই শেষ করিয়া দিব ! ছি ! তোমার মত পণ্ডিত-লোক সেরূপ লোকের নিকট গেলে আর ব্রাহ্মণ-পণ্ডিতদিগের মান থাকিবে না। বাণীমাধবের এইসকল কথা শুনিয়া ব্ৰজনাথ আশ্চর্য্যাম্বিত হইলেন ; বৈষ্ণবদিগের প্রতি র্তাঙ্গার যে দৃঢ়শ্রদ্ধা হইয়াছিল এবং বৃদ্ধবাবাজীর প্রতি র্তাহার যে ভক্তি হইয়াছিল, তাহা না জানি কি কারণে দ্বিগুণ হইয়া উঠিল। ব্ৰজনাথ বলিলেন,— ভায়া, আজ আমি একটু বিশেষ ব্যস্ত আছি, তুমি ঘরে যাও ; কাল তোমার কথা শুনিয়া আলোচনা করিব । বাণীমাধব চলিয়া গেলেন। বাণীমাধবের দ্বিহৃদয়-চরিত্র ব্ৰজনাথ ভালরূপ জানিতেন । ব্ৰজনাথ অনেক ন্যায় পড়িয়াছিলেন, তথাপি স্বভাবতঃ অসচেষ্ট্র ভালবাসিতেন না। সন্ন্যাসের সঙ্গয়তা করিবে বলিয়া বাণীমাধবকে একটু বন্ধুত্ব-ভাব দেখাইয়াছিলেন ; এখন বুঝিতে পারিলেন যে, বাণীমাধব কোন প্রকার দুরভিসন্ধি সিদ্ধ করিবার অভিপ্রায়ে তাহার বৈরাগ্যের অমুকুলবাক্য বলিয়াছিল। ভাবিতে ভাবিতে স্মরণ হইল যে, প্রস্তাবিত-বিবাহের; সম্বন্ধে বাণীমাধবের লভ্য আছে ; তজ্জন্তই শ্ৰীমায়াপুর গিয়া সে কোন