পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ২৯৭ সুপী হয় । আমাদের বাণীমাধব-ভায়া ( ‘ভায়া’ বলিতে লজ্জাবোধ হয় ) তন্মধ্যে একজন প্রধান ; তাহার কথা আর যদি কিছুমাত্র উল্লেখ না হয়, তাহা হইলে আমি সুখী হই ; আসল কথা এই যে, আমাব নিন্দ আপনার কাছে ও আপনার নিন্দ আমাৰ কাছে করা এবং মিথ্যা-দোষারোপ করিয়া সুহৃদভেদ জন্মাইয়া দেওযাই তাহার প্রকৃতি ; তাহার কথা শুনিয়া আপনি ত কিছুই মনে করেন নাই ? ব। হা কৃষ্ণ ! তা গৌরাঙ্গ ! আমি বহুকাল বৈষ্ণব-সেবায নিযুক্ত— আমি বৈষ্ণবাবৈষ্ণব-ভেদ করিত্তে তাতাদের কৃপায় শক্তি লাভ করিয়াছি ;. আমি সমস্ত বিষয় বুঝিতে পারিয়াছি--সে বিষয় তোমার আবে কিছু পলিতে হইবে না। ব্র । সে সব কথা স্থিত হইয়া আমাকে বলুন, মাযাবদ্ধ জীব কি রূপে মুক্ত হয় ? ব। ঐদশমুলের সপ্তমশ্লোক শুনিলে তোমার প্রশ্নের উত্তৰ পাইবে,— যদা ভ্ৰামং ভ্রামং হরিরসগলদ-বৈষ্ণবজন কদাচিৎ সংপশুন তদন্ত্রগমনে স্তাদরুচিরিত। তদা কৃষ্ণাবৃত্ত ত্যজতি শনকৈর্মায়িকদশাং স্বরূপং বিভ্রাণে বিমলরসভোগং স কুকতে ॥ ৭ ॥ ংসারে উচ্চাবচ যোনিসমুঙ্গে ভ্রমণ করিতে করিতে যখন চরিরসগলিত বৈষ্ণবের দর্শন হয়, তপন মায়াবদ্ধজীবের বৈষ্ণবামুগমনে কচি জন্মিয়৷ পড়ে ; কৃষ্ণনামাদি আবৃত্তক্রমে অল্প অল্পে মায়িক-দশা দূর হইতে থাকে-জীব ক্রমশঃ স্বরূপ লুভ করতঃ বিমল কৃষ্ণসেবা-রস ভোগ করিতে যোগ্য হন । ব্র । এ সম্বন্ধে দু-একটা বেদ-প্রমাণ শুনিতে ইচ্ছা করি । ব। বেদ বলিয়াছেন, ( মুণ্ডক ৩১২ ও খেঃ ৪৭ )— i