পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9) o জৈবধৰ্ম্ম [ অষ্টাদশ ‘হরিশ ডোম’ বলিয়া একজন পাক লাঠিয়াল ছিল । ব্ৰজনাথ তরিশকে বলিলেন—আমি আজকাল একটা বিষয়ে বিপদগ্ৰস্ত হইয়াছি, তুমি যদি আমার কিছু সহায়তা কব, তবে আমি রক্ষা পাষ্ট । হরিশ বলিল—ঠাকুব, তোমার জন্তে আমি পেরাণ দিতে পারি ; আমাকে বলিলে আমি তোমার শক্ৰকে মেরে ফ্যালবো। ব্ৰজনাথ বলিলেন—বাণীমাধব আমাৰ অমঙ্গল.চেষ্টা করিতেছে ; তাহার উৎপাতে আমি শ্ৰীবাস-অঙ্গনে বৈষ্ণবদিগের নিকট যাইতে সাহস করি না ; পথে আমাকে মারিবে, এরূপ যুক্তি করিয়াছে। হরিশ উত্তর করিল—ঠাকুর, তোমার হারশে থাকৃতে পরওয়া কি ? এই লাঠিগাছটা বাণীমাধব ঠাকুরের মুণ্ডে পড়িবে, বোধ হচ্চে। যা হোক, ঠাকুর ! যেখন যেখন তুমি ছিবিবাস-আঙ্গিনায় যাবা, তেখন তেখন মোরে সঙ্গে দ্যাব ; দেখবো, কোন ব্যাটা কি করে,—মুঞি একাই একৃশো জন । e হরিশ ডোমের সহিত এইরূপ স্থিব করিয়াও ব্রজনাথ দুষ্ট চারি দিন অন্তর শ্ৰীবাস-অঙ্গনে যান ; অধিকক্ষণ থাকিতে পারেন না ; তত্ত্বকথা হয় না বলিয়া মনে অত্যন্ত দুঃখিত আছেন । ১০২০ দিন এইরূপে অতিবাহিত হইতে না হইতে নষ্টপ্রকৃতি বাণীমাধবেব সর্পাঘাত হইল । বাণীমাধবের মৃত্যুসংবাদে বৈষ্ণব ব্ৰজনাথ মনে মনে করিলেন, বৈঞ্চব-বিদ্বেষে কি তাহার এই ফল হইল ? আবার মনে মনে করিলেন, (ভা ১০।১।৩৮) *মস্ত বাদশভান্তে বা মৃত্যুবৈ প্রাণিনাং ধ্রুবম্‌” (১) পরমায়ু নাই, মরিয়া গেল ; এখন আমার প্রত্যহ শ্ৰীবাস-অঙ্গনে গমনের আর ব্যাঘাত কি ? সেই দিন ব্ৰজনাথ সন্ধ্যার পর শ্ৰীবাস-ভাঙ্গনে গিয়া বাবাজীমহাশয়কে দওবৎ করতঃ বলিলেন—আজ হইতে আমি আবার প্রত্যহ আপনার চরণে আসিব ; প্রতিবন্ধক বাণীমাধব এ জগৎ ছাড়িয়া গিয়াছে। পরম (१) जकई इ७क वा नउद९नब्र भरद्ररे इèक, यानिनिष्णद्र वृफूा जबश्चकारौ ।