পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A)\9o জৈবধৰ্ম্ম [ উনবিংশ পরম্পর সংলগ্ন-গ্রাম ছিল—এখনকার মত বিবপুষ্করিণী ব্রাহ্মণপুষ্করিণী হইতে মৃদুবরস্থিত ছিল না ; শ্ৰীমায়াপুর যোগপীঠ হইতে অৰ্দ্ধক্রোশের মধ্যেই বিম্বপুষ্করিণীর সীমা পাওয়া যাইত । পবিত্যক্ত বিম্বপুষ্করিণী আজকাল ‘টোটা’ ও ‘তারণবাস’ নামে প্রচলিত । বিজয়কুমাব ভাগিনেয়কে আলিঙ্গন করিয়া বলিলেন,— বাবা, আমি শ্ৰীমায়াপুব দর্শন করিয়া আসিতেছি ; দিদি ঠাকুরাণীকে পলিবে যে, আমি প্রত্যাগমন করিয়া এই বাটীতে মধ্যাহ্ন ভোজন করিব । ব্রজনাথ বলিলেন,—মাম, আপনি কেন শ্ৰীমায়াপুর দর্শন করিবেন ? বিজয়কুমার ব্রজনাথের বর্তমান অবস্থা জানিতেন না ; তিনি জানিতেন যে, ব্ৰজনাথ দ্যায়ুশাস্ত্রেব অভ্যাস পরিত্যাগ করিযা আজকাল বেদাস্ত আলোচনা করেন , অতএব নিজ ভজন-কথ। ব্ৰজনাথকে সহসা বল। উচিত নহে, এই ভাবিয়া বলিলেন,—ময়াপুরে একটী লোকের সহিত সাক্ষাৎ করিয়া আসিতে ছ। ব্ৰজনাথ জানিতেন যে, তাহার মাতুল মহাশয় গৌরাঙ্গভক্ত ও ভাগবতে বুৎপন্ন, তিনি চিন্তা করিলেন যে, মাতুলমহাশয় কোন পারমার্থিক অনুসন্ধানে শ্ৰীমায়াপুর যাইতেছেন ; তখন বলিলেন—মামা, শ্ৰীমায়াপুরে শ্রীরঘুনাথদাস বালাজামহাশয়, পরম শ্রদ্ধাস্পদ বৈষ্ণব ; তাহার সহিত একটু আলাপ করিয়া আসিবেন। বিজয়কুমার ব্রজনাথের এই কথা শ্রবণ করত: বলিলেন,— বাবা, তুমি কি এখন বৈষ্ণবদিগকে শ্রদ্ধা কর ? আমি শুনিয়াছিলাম যে, তুমি স্তায় পরিত্যাগ করিয়া বেদান্তাদি দেখিতেছ ; এখন বুঝিতেছি যে, তুমি ভক্তিমার্গে প্রবেশ করিতেছ ; অতএব তোমার নিকট আর আমার কিছু গোপন করার আবখ্যক নাই। বৃন্দাবনদাস ঠাকুর আমাকে শ্ৰীমায়াপুরের যোগপীঠ দর্শন করিতে আজ্ঞা করিয়াছেন ; আমি মানস করিয়াছি যে, শ্ৰীমায়াপুরের ঘাটে গঙ্গাস্বান করিয়া শ্ৰীযোগপীঠ দর্শন