পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ළුLත ও প্রদক্ষিণ করত: শ্ৰীবাস-অঙ্গনে বৈষ্ণবদিগেব চরণ-বেণুতে একবাব গড়াগড়ি দিব । ব্ৰজনাথ কছিলেন,—মামা, কৃপা করিয়া আমাকেও সঙ্গে গ্রহণ করুন ; চলুন, একবাব মা’ব সহিত সাক্ষাৎ করিয়া আমবা উভয়েই শ্ৰীমায়াপুবে গমন করি। এরূপ কথোপকথনানন্তর উভয়ে ব্ৰজনাথের জননীকে বলিয়৷ শ্ৰীমাযাপুবে গমন করিলেন। প্রথমে উভয়েই পরমানন্দে গঙ্গাস্নান কবিলেন ; স্নানসমযে বিজয়কুমার বলিলেন,— বাপু, আজ আমি ধন্ত হইলাম ; যে ঘাটে শ্ৰীশচীনন্দন জাহ্নবীদেবীর প্রতি অপাব ককণা-প্রদর্শনপূর্বক চব্বিশ বৎসব পর্য্যস্ত জলক্রীড়া করিয়াছিলেন, সেই জলে আজ মজ্জন করিয়া পরমসুখ লাভ কবিলাম । ব্ৰজনাথ সেই উদ্দীপনবাক্যে আদ্র হইযা বলিলেন,—মামা, আজ আমি আপনাব চরণানুগত হইয়া ধন্ত হইলাম । উভয়ে স্নান সমাপন কবতঃ শ্ৰীজগন্নাথ মিশ্রের ভবনে উঠিয়া মহাপ্রেমে অশ্রুধাবায় বিভূষিত হইলেন । বিজয়কুমার বলিলেন,—যিনি গৌরভূমিতে জন্মগ্রহণ করিযা এই মহাযোগপীঠ সংস্পশন না করিয়াছেন, তাহার জন্ম বৃথা গিয়াছে, বলিলেও অত্যুক্তি হয় না ; দেখ, এই ভূমি জড়চক্ষে সামান্ত ভূমির ন্যায় পরিদৃশ্য হইতেছে এবং তাণ-কুটীরে আচ্ছাদিত, কিন্তু শ্ৰীগৌরাঙ্গকৃপায় আজ আমরা কি বৈভব দেখিতেছি !—বৃহৎ রত্নময় অট্টালিকা, পরম রমণীয় উদ্যান, তত্ত্বচিত তোরণ ইত্যাদি শোভ পাইতেছে! ঐ দেখ, শ্ৰীগৌরাঙ্গ-বিষ্ণুপ্রিয় গৃহাভ্যন্তরে দণ্ডায়মান ! কি অপূৰ্ব্ব মূর্তি ! কি অপূৰ্ব্ব মুক্তি! বলিতে বলিতে মাতুল ও ও ভাগিনেয় স্তম্ভিত হইয়া পড়িয়া গেলেন । অনেকক্ষণের পর অন্তান্ত ভক্তদিগের সহায়তায়, তাহারা উঠিয়া অশ্রদ্ধার নিক্ষেপ কৰিতে করিতে প্রবাস-অঙ্গনে প্রবিষ্ট হইলেন। উভয়ে ঐবাস-অঙ্গনে नूठेउ श्हेब्रा बनिएउ नाशिठ्गन-शंग्र €ौवांग ! श अटेवउ ! श