পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন 'LN. ২১ । বৈষ্ণবচিহ্ন-ধারণ, ২২ । হরিনামাক্ষব ধারণ, ২৩ । নিৰ্ম্মাল্যাদিধারণ, ২৪ । কৃষ্ণাগ্রে নৃত্য, ২৫ । দওবন্নতি, ২৬ । অভু্যখান, ২৭ । অমুত্রজ্য, ২৮ । কৃষ্ণস্থানে গমন, ২৯ । পরিক্রমা, ৩০ । অর্চন, ৩১ ৷ পবিচৰ্য্যা, ৩২ । গান, ৩৩ । সংকীৰ্ত্তন, ৩৪ । জপ, ৩৫ ৷ বিজ্ঞপ্তি, ৩৬ । স্তবপাঠ, ৩৭। নৈবেদ্যাস্বাদন, ৩৮। পাদ্যের আস্বাদন, ৩৯। ধূপমাল্যাদির সৌরভ গ্রহণ, ৪০। শ্ৰীমূৰ্ত্তি-স্পর্শন, ৪১। শ্রীমুক্তি-ঈক্ষণ ৪২। আরাত্রিকোৎসবাদি, ৪৩। শ্রবণ, ৪৪ ৷ কৃষ্ণের ক্লপোমুখত-দশন, ৪৫ ৷ স্মরণ, ৪৬ ৷ ধ্যান, ৪৭ দাস্ত, ৪৮ । সখ্য, ৪৯ । আত্মনিবেদন, ৫০ । প্রিয়বস্তু কৃঞ্চকে সমর্পণ, ৫১ ৷ কৃঞ্চোদেশে অখিল চেষ্টা, ৫২ ৷ সৰ্ব্বভাবে শরণাপত্তি, ৫৩। তদীয়জ্ঞানে তুলসী-সেবন, ৫৪ । তদীয় জ্ঞানে ভাগবতশাস্ত্রাদি-সম্মান ৫৫ । তদীয়জ্ঞানে জন্মস্থান অর্থাৎ মথুরাদি-সেবন, ৫৬ । তদীয়-জ্ঞানে বৈষ্ণবসেবা, ৫৭ ৷ যথা-বৈভব সামগ্রীর সহিত সাধুগোষ্ঠী লইয়া মহোৎসব, ৫৮। কাৰ্ত্তিক মাসের সমাদব, ৫৯ ৷ জন্ম দিনাদিতে যাত্রা, ৬০ । শ্রদ্ধাপূৰ্ব্বক শ্ৰীমূৰ্ত্তি-পরিচর্য্যা, ৬১ ৷ রসিকজনের সহিত শ্ৰীমদ্ভাগবতের অগাস্বাদন, ৬২। স্বজাতীয়াশয়, স্নিগ্ধ, অথচ আপনা হইতে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ, ৬৩। নাম-সংকীৰ্ত্তন, ৬৪ । মথুরা অর্থাৎ ভগবজ্জন্মস্থানে অবস্থিতি । শেষ পাচটা যদিও পূৰ্ব্ব-পূৰ্ব্বাঙ্গে বর্ণিত আছে, তথাপি তাহার। অত্যন্ত শ্রেষ্ঠ বলিয়া তাহাদিগকে পৃথক্ অঙ্গে নির্ণয় করা গেল। এই সমস্ত অঙ্গকে শরীর, ইন্দ্রিয় ও অন্তঃকবণের দ্বারা কৃষ্ণোপাসনা বলিয়া জানিবে। ২১ হইতে ৪৯—এই উনত্রিশট অঙ্গ কৃষ্ণদীক্ষাদি-শিক্ষণরূপ দ্বিতীয়াঙ্গের অস্তর্গত । বিজয়। প্রভো, (১) শ্ৰীগুরুপদাশ্রয় সম্বন্ধে আমাদিগকে একটু বিশেষ করিয়া উপদেশ করুন । - বাবাজী। শিন্য অনন্তকৃষ্ণভক্তির অধিকারী হইয়া, উপযুক্ত গুরুদেবের