পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

、○○や2 জৈবধৰ্ম্ম বিংশ নাই, কেবল ব্ৰজজনামুগমনেব অপেক্ষা আছে, কিন্তু বিধিমার্গেব অধিকাৰীদিগকে ধ্রুব-প্রহ্লাদ-নাবদ-ব্যাস-শুক প্রভৃতি পূৰ্ব্বমহাজন-নিদিষ্ট একমাত্র ভক্তিযোগকপ পন্থা অবং অবলম্বন কবিতে হইবে। অতএব সাধুবযু মুবৰ্ত্তন ব্যতীত বৈধভক্তদিগের কোন উপায় নাই । বিজয় । (৫) সদ্ধৰ্ম্ম-জিজ্ঞাসা কিরূপ ? বাবাজী। সদ্ধৰ্ম্ম বুঝিবাব জন্য যাহাদেব নিৰ্ব্বন্ধিনী মতি, তাহাদেব অতি শীঘ্ৰ সৰ্ব্বার্থ সিদ্ধ হয । নিববন্ধিনী মতির অর্থ এচ, —fবশেষ আগ্ৰহসহকাবে সাধুদিগেব ধৰ্ম্ম জানিপাব জন্য জিজ্ঞাসা কবা । বিজয। (৬) ত্রীকৃষ্ণের উদ্দেশে ভোগাদি-পরিত্যাগ কিরূপ ? বাবাজী । আচাব-বিস্তাবা দদ্বাব। সুখভোগের নাম ভোগ , সেই সমস্ত ভোগ অনেকস্থলে ভজন-বি বাধী ; কৃষ্ণভজনোদেশে তাহা পবিতাগ কবিলে ভজন সুলভ হয় । ভোগাসক্ত পুবষেব আসবাসক্ত ব্যক্তিব দ্য।য ভোগলিপস। প্রবল হতঘা শুদ্ধভজন কবিতে দেয না । অতএব ভগবৎ প্রসাদমা এ-সেবন ও সেবো প্ৰযোগি-শবীব সংবক্ষণ এব• হবিবাসবাদিতে সমস্তভোগ-ত্যাগ—এই সকল আকারে ভোগত্যাগ কৰ্ত্তব্য । বিজয। (৭) দ্বাৰক প্রভৃতি ধামে ও গঙ্গাব নিকট বাস কিরূপ ? বাবাজী । যে স্থানে ভগবানেব জন্মলীলাদি হইয়াছে, সেই স্থানে এবং গঙ্গাদি পুণ্য-নদীর নিকট বাস কবিলে ভক্তিনিষ্ঠ জন্মে । বিজয় । ঐনবদ্বীপে নিবাস কেবল গঙ্গাব সান্নিধ্যজন্ত পবিত্র, না, আর কিছু আছে ? বাবাজী । আহা ! শ্ৰীনবদ্বীপেব ষোলক্রণের মধ্যে যেখানেই বাস করা যায়, তাহাতে শ্ৰীবৃন্দাবন-বাস হয়, বিশেষতঃ শ্ৰীমাযাপুবে । অবোধ্যা, মধুবা, মায়, কাশী, কাঞ্চি, অবস্তী ও দ্বারাবতী—এই সাতটা মোক্ষদাধিকা পুরীব মধ্যে এই শ্ৰীমায়াপুর অতি প্রধান তীর্থ ; বিশেষতঃ শ্ৰীমহাপ্ৰভু