পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t «ტჯ)8 জৈবধৰ্ম্ম [ বিংশ রোপণ, তুলসীসেবন, ও তুলসীকে নিত্যপূজন—এই নয় প্রকার হরিসেবার উদ্দেশে তুলসীমাহাত্ম্য । বিজয়। (৫৪) শাস্ত্রসন্মান কিরূপ? বাবাজী। ভগবদ্ভক্তি প্রতিপাদক শাস্ত্রই শাস্ত্র’ ; তন্মধ্যে শ্ৰীমদ্ভাগবত সৰ্ব্বোপরি—যেহেতু ইনি সৰ্ব্ব-বেদান্তসাব ; ইগর রস মৃত-তৃপ্ত পুরুষের অন্ত কোন শাস্ত্রে রাত হয় না । বিজয় । (৫৫) হবিজন্মস্থান মথুবার কিরূপ মাহাত্ম্য ? বাবাজী। মথুরাবিষয়-শ্রবণ, স্মাণ, কীৰ্ত্তন, তথায় গমনবাসন ও তীর্থ দর্শন, স্পর্শন, তথায় বাস ও তাহার সেবা—এই সকল ক্রিয়াদ্বাবা অভীষ্ট লাভ হয় ; শ্ৰীমায়াপুরকে ও তদ্র । জানিলে । বিজয় । (৫৬) বৈষ্ণবসেবা কিরূপ ? বাবাজী। বৈষ্ণব ভগবানের অত্যন্ত প্রিয়—বৈঞ্চবসেবা করিলে ভগবানে ভক্তি হয় । শাস্ত্রে কপিত হইয়াছে, সৰ্ব্বদেবের আরাধন অপেক্ষ বিষ্ণুর আরাধন শ্রেষ্ঠ ; তাহার আরাধন। অপেক্ষ ও র্তাহার দাস-বৈষ্ণবের সমৰ্চন সমধিক শ্রেষ্ঠ । বিজয় । (৫৭) যথ-বৈভব মহোৎসব কিরূপে করা যায় ? বাবাজী । হবিগৃহে যথাসাধ্য দ্রব্যাদি সংগ্ৰহ করিয়া ভগবৎসেবাপুৰ্ব্বক শুদ্ধবৈষ্ণবসেবার নাম মহোৎসব—ইহা অপেক্ষা শ্রেষ্ঠ উৎসব আর জগতে নাই । বিজয় । (৫৮) কাৰ্ত্তিকমাসের সমাদর কিরূপে হয় ? বাবাজী। কাৰ্ত্তিকমাসের নাম উর্জ ; সেই মাসে নিয়মিতরূপে শ্রবণকীৰ্ত্তনাদি অঙ্গের দ্বারা শ্ৰীদামোদরের সেবা করার নাম 'উর্জাদর’ । বিজয়। (৫৯) জন্মদিনযাত্রা কিরূপে পালনীয় ? বাবাজী। যে দিবসে কৃষ্ণের জন্ম, সেই ভাদ্র-কৃষ্ণাষ্টমী ও ফাঙ্কনী