পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধভিধেয়প্রয়োজন گرایاری বিষaহ কৃষ্ণসম্বন্ধযুক্ত করিয়া অনাসক্তরূপে যথাযোগ্য বিষয় স্বীকার কবর নাম যুক্তবৈৰাগ্য, হরিসম্বন্ধি-বস্তুদকণকে প্রাপঞ্চিক-বুদ্ধিতে মুক্তিলোভে পরিত্যাগ করার নাম ফন্তু বৈরাগ্য ; অতএব আধ্যাত্মিক জ্ঞান ও ফন্তু ৱৈরাগ্য পরিত্যাগ করা উচিত। ধন-শিষ্যাদির উদ্দেশে যে ভক্তি প্রদর্শিত হয়, তাহ শুদ্ধভক্তি হইতে মুদূৰ্ববত্তী, অতএব তাহা ভক্তির অঙ্গ নহে ; বিবেকাদি গুণগণ ভক্ত্যধিকারীর বিশেষণ, অতএব তাতারাও ভক্তির অঙ্গ নয়, যম, নিয়ম, শৌচাচার প্রভূতি কৃষ্ণোন্মুখী পুরুষেব স্বয়ং আসিয়া উপস্থিত হয়, তাহারাও ভক্তির-অঙ্গ নয়। অন্তঃশুদ্ধি, বহিঃশুদ্ধি, তপ ও শমাদি যে গুণসকল, তাহা কৃঞ্চভক্তে স্বয়ং আশ্ৰয় কবে, যত্ন করিয়া সংগ্ৰহ করিতে হয় না । ভক্তির যে সকল অঙ্গ কথিত হইল, তাহদের, মুখ্য একাঙ্গ-সাধনে বা অনেকাঙ্গ সাধনে নিষ্ঠ থাকিলে সিদ্ধি লাভ হয়। আমি লৈধী-সাধনভক্তির সমস্ত কথাই সংক্ষেপে বলিলাম ; তোমরা হৃদয়ে ভাবনাপূর্বক ভালরূপে বুঝিয়া লঙ্গবে এবং সাধ্যমত অনুষ্ঠান করবে। ব্ৰজনাথ ও বিজয়কুমার এতাবদ উপদেশ শ্রবণপুৰ্ব্বক সাষ্টাঙ্গে গুকপাদপদ্মে পড়িয়া জানাইলেন—প্রভো, আপনি কৃপা করিয়া আমাদিগকে উদ্ধার করুন ; আমরা অভিমানগৰ্ত্তে পড়িযা হাবুডুবু খাইতেছি। বাবাজী বলিলেন,—কৃষ্ণ অবশুই তোমাদিগকে কৃপা করিবেন। রাক্রি অধিক হইলে মাতুল ও ভাগিনেয় স্বস্থানে প্রস্থান করিলেন।