পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন 8 e > কৃপাপুৰ্ব্বক অবতীর্ণ হইয়া ভক্তের ভক্তিপূত-জিহবায় নৃত্য করেন। নাম অক্ষরাকৃতি ন’ন, কেবল জড়জিহবায় নৃত্য করিবার সময় বর্ণাকারে প্রকাশিত হন—ষ্টকাই নামের রহস্ত । বিজয়। মুখ্যনামসকলের মধ্যে কোন নাম অতিশয় মধুর ? লাবাজ । শতনামস্তোত্রে বলিয়াছেন— বিষ্ণোরেকৈকং নামাপি সৰ্ব্ববেদাধিকং মঙ্গম । তাদৃক্নামসহস্ত্রেণ রামনামসমং স্মৃতম্।। (১) আবার ব্রহ্মা গুপুরাণে বলিয়াছেন— সহস্রনামাং পুণ্যানাং ত্রিরাবৃত্তা তু যং ফলম্। একাবৃত্তা তু কৃষ্ণস্ত নামৈকং তং প্রযচ্ছতি । (২) কৃষ্ণনামাপেক্ষ আর উৎকৃষ্ট নাম নাই। অতএব আমার প্রাণনাথগৌরাঙ্গ যে “তরে কৃষ্ণ হরে কৃষ্ণ” ইত্যাদি নাম শিক্ষা দিযাছেন, তাহাই নিরস্তর করিতে থাক । বিজয় । হরিনাম সাধনের পদ্ধতি কি ? বাবাজী। তুলসীমালায় বা তদভাবে করে সংখ্যা রাথিয় নিরস্তর নিরপরাধে হরিনাম কবিবে | শুদ্ধনাম চইলে নামের ফল যে প্রেম, তাহ। পাওয়া যায়। সংখ্যা রাখিবার তাৎপৰ্য্য এই যে, সাধকের ক্রমশঃ নামালোচনা-বুদ্ধি হইতেছে কিনা, জানা যায়। তুলসী হরিপ্রিয় বস্তু, সুতরাং তৎসংস্পর্শে নামের অধিক বল অনুভব করা যায় ৷ নাম করিবার সময়ে কৃষ্ণের স্বরূপ ও নামে অভেদবুদ্ধিপূর্বক নাম করিবে। (১) বিষ্ণুর একটা নাম সৰ্ব্ববেদের অধিক, তাদৃশ সহজ নাম একটী রামনামের তুল্য। (২) অপ্রাকৃত সহস্ৰ নাম তিনবার আবৃত্তি করিলে যে ফল, কৃষ্ণনামের একবারমাত্র মাৰুত্তিতে সেই ফল ।