পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈবধৰ্ম্ম [ ষড় বিংশ ט\O\8 প্রত্যাবর্তন-সময়ে ব্ৰজনাথ বিশেষ আগ্রহের সহিত নিজের শ্ৰীপুরুষোত্তমগমনেচ্ছা প্রকাশ কবিলে বিজয়কুমার আনন্দিত হইলেন। উভয়ে বাটতে আসিয়া সে বিষযে প্রকাশ করায় ব্রজনাথের পিতামহীও সঙ্গে ঘটিবাব কথা স্থির কবিলেন । জ্যৈষ্ঠমাস পড়িতে না পডিতেই যাত্ৰিগণ স্বীয় স্বীয় গৃহ পরিত্যাগপূৰ্ব্বক শ্ৰীপুরুষোত্তমের পথ অবলম্বন করিলেন । কয়েকদিন চলিতে চলিতে র্তাহারা দাতন অতিক্রম করিয়া জলেশ্বরে পৌছিলেন। ক্রমশঃ ক্ষীরচোব গোপীনাথ দর্শনপূৰ্ব্বক ঐবিবঞ্জাক্ষেত্রে উপস্থিত হইলেন । তথায নাভিগয়া ক্রিযা সমাপ্তিপূৰ্ব্বক বৈতরণী-স্বানান্তে কটকনগবে গিয়া শ্ৰীগোপাল দর্শন করিলেন। পরে একামকাননে ঐলিঙ্গরাজ দর্শন করতঃ ক্রমশঃ ঐক্ষেত্রে উপস্থিত হইলেন । যাত্ৰিগণ আপন আপন পাণ্ডাদিগেব প্রদত্ত নিলয়ে স্থানপ্রাপ্ত হইলেন । বিজয়কুমার, ব্ৰজনাথ ও তৎপিতামহী হরচণ্ডীসাহিতে বাসা করিলেন। রীতিমত তীর্থ-পবিক্রমণ, সমুদ্রস্নান, পঞ্চতীর্থ-দর্শন, ভোগপ্রসাদাদি সেবন করিতে লাগিলেন। তিন চারি দিবস অবস্থানের পর বিজয়কুমার ও ব্ৰজনাথ শ্ৰীমন্দিরে শ্ৰীমন্মহাপ্রভুর প্রতিকৃতি, শ্ৰীচবণ-চিহ্ন ও অঙ্গুণী-চিহ্ন দর্শন করত: মঙ্গপ্রেমে বিহবল হইয়া সেই দিনেই কাশীমিশ্রের ভবনে প্রবেশ করিলেন । কাণীমিশ্রেব বাটতে পাকা প্রস্তরময়-গৃহে ত্ৰগম্ভীরা ও তত্রস্থিত খড়মাদি দর্শন করিলেন। একদিকে ঐরাধাকাস্তের মন্দির ও অন্যদিকে শ্ৰীগোপালগুরু-গোস্বামীর আসন-ঘর। বিজয় ও ব্ৰজনাথ প্রেমাননো গদগদ চইয়া শ্ৰীগোপালগুরু গোস্বামীর পদতলে নিপতিত হইলেন। গুরুগোস্বামী কৃপা করিয়া তাকাদের ভাব দর্শন করতঃ তাহাদিগকে আলিঙ্গন দিয়া বসাইলেন এবং জিজ্ঞাসা করিলেন,—তোমাদের পরিচয় কি ? বিজয় ও ব্ৰজনাথ স্ব-স্বপরিচয় দিলে গুরুগোস্বামীর চক্ষে দরদর ধারা বহিতে লাগিল। ঐনবদ্বীপের