পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈবধৰ্ম্ম [ উনত্রিংশৎ ميLb\8 প্রতাপ ধৰ্ম্মিক শাস্ত্রচক্ষুর্ভক্তসুহৃত্তমঃ। বদান্তস্তেজসাযুক্তঃ কৃতজ্ঞ: কীৰ্ত্তিসংশ্রয়ঃ ॥ ববীয়ান বলবান প্রেমবশ্ব ইত্যাদিভিগুণৈ: | যুক্তশ্চতুৰ্ব্বিধেম্বেষ দাসেম্বালম্বনোহবিঃ ” (১) ব্ৰজনাথ । চতুৰ্ব্বিধ দাস কি কি রূপ ? গোস্বামী। প্রশ্রিত (সৰ্ব্বদা নত দৃষ্টিভাবে অবস্থিত ), আজ্ঞাতুব স্ত্রী, বিশ্বস্ত এবং প্রভু জ্ঞানে নম্রবুদ্ধি এই চারি প্রকার দাসগণ দাস্তবতিব আশ্রয়ুরূপ আলম্বন । তাহীদের তাত্ত্বিক নাম,–(১) অধিকৃত, (২) আশ্রিত, (৩) পারিষদ ও (৪) অতুগত। ব্ৰজনাথ । অধিকৃত দাস কাহাবা ? গোস্বামী । ব্ৰহ্মা, শিব, ইন্দ্রাদি দেবদেবীগণ অধিকৃত দাস-দাসী, জগদ্ব্যাপারে অধিকার লাভ করিয। ভগবানকে সেবা কবেন। ব্ৰজনাথ । আশ্রিত দাস কাহারা ? গোস্বামী। শরণাগত, জ্ঞানী ও সেবানিষ্ঠ এই তিন প্রকার আশ্রিতদাস। কালিয়, জরাসন্ধ ও বুদ্ধ নৃপাদি শরণাগত দাস মধ্যে পৰিগণিত । শৌনক প্রভৃতি ঋষিগণ মুমুক্ষ পরিত্যাগপূর্বক শ্ৰীহরিকে আশ্রয় করায় (১) যাহার এক একটী রোমবিবরে কোটী কোট ব্রহ্মাণ্ড বিরাজ করিতেছে, যিনি করুণার সাগবস্বরূপ, র্যাহার মহাশক্তিসমূহ জীববুদ্ধিতে সামঞ্জস্ত করা যায় না, যিনি সৰ্ব্বপ্রকার সিদ্ধিদ্বাবা অনুস্থত গুণাবতার-লীলাবতার-শক্ত্যাবেশাবতার প্রভৃতি অবতারগণের আদি কারণ, যিনি ( শুকদেবাদির স্কার ) আক্সারামগণেরও চিত্তাকর্ষক, যিনি সকলের নিয়ন্তী, সৰ্ব্বজীব ও দেবগণের পরমপূজা, সৰ্ব্বজ্ঞ, স্বধৃঢ়ব্ৰত, সমৃদ্ধিমান, ক্ষমাশীল, শরণাগত জনের রক্ষাকর্তা, উদারবিগ্রহ, সত্যবাকু, দক্ষ, সৰ্ব্বশুভকারী প্রতাপবান, ধাৰ্ম্মিক, যিনি শাস্ত্রের চক্ষুস্বরূপ, ভক্তবন্ধু, বদাম্ভ, তেজোযুক্ত, কৃতজ্ঞ, কীৰ্ত্তিসমূহের সম্যক আশ্রয়স্বরূপ, বরীয়ান, বলবান, প্রেমবশ্য ইত্যাদি গুণবান জীহরি ঐ সকল বহুগুণযুক্ত হইয়া চতুৰ্ব্বিৰ দাসভক্তের আলম্বন-স্বরূপ।